Homeএখন খবরসোশ্যাল মিডিয়ায় ইমন চক্রবর্তীকে কদর্য আক্রমণ জনৈক ব্যক্তির, স্ক্রিনশট নিয়ে শেয়ার করলেন...

সোশ্যাল মিডিয়ায় ইমন চক্রবর্তীকে কদর্য আক্রমণ জনৈক ব্যক্তির, স্ক্রিনশট নিয়ে শেয়ার করলেন গায়িকা

ওয়েব ডেস্ক : ​বলিউড হোক কিংবা টলিউড, সোশ্যাল মিডিয়ায় স্বল্প পোশাক কিংবা শাড়ি, যে পোশাকই পড়ুক না কেন ছবি পোস্ট করলেই তারকাদের উপর নানারকম কুরুচিকর মন্তব্য করেন কিছু মানুষ। বলিউডের পর এবার টলিউডেও একই ঘটনার স্বীকার হলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। তবে শুধুমাত্র ইমন নয়, এর আগে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরণের একাধিক নোংরা মন্তব্য করতে শোনা গিয়েছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি শাড়ি পড়া ছবি পোস্ট করেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। আর তাতেই বিপত্তি! এক ব্যক্তি নোংরা ভাষায় কটাক্ষ করেন ইমনকে। সেখানে বলা হয়, ”তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব। প্রতিটা পশমে আদর করব।” সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরণের অশ্লীলতার স্বীকার হয়ে রীতিমতো তার স্ক্রিনশট শেয়ার করেন ইমন। তবে সোশ্যাল মিডিয়াত একজন ইমনকে আক্রমণ করলে, তা দেখে ইমনের পক্ষে সুর চড়ান তাঁর একাধিক অনুরাগী। তবে গোটা ঘটনা ইমন যে মুখ বুজে সহ্য করেছেন তা কিন্তু নয়, পাল্টা ইমন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, ” মহিলাদের সম্মান করতে শিখুন। বলতে বাধ্য হচ্ছি, আপনার মা-বোনকে কেউ এমন মন্তব্য করলে আপনি কি করতেন বুকে হাত দিয়ে ভেবে দেখবেন।” বলে পালটা ভদ্রতা শিখিয়েছেন জনৈক ব্যক্তিকে।

এদিকে শুধুমাত্র ভদ্রতার পাঠ শিখিয়েই থেমে থাকেননি ইমন। কদর্য আক্রমণের মুখে পড়ে পাল্টা তার স্ক্রিনশট শেয়ার করে, ভক্তদের কাছে ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্ট করার আবেদন জানান ইমন। পাশাপাশি তাঁর অনুগারীরা কী করতে পারেন, এবার তা দেখিয়ে দেওয়ার সময় এসেছে বলেও রাগে, ক্ষোভে ফুঁসে ওঠেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।

RELATED ARTICLES

Most Popular