Homeএখন খবরদিনে দুপুরে গুলি ছুঁড়ে টাকা লুট খড়গপুর থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তায়, মাতকাতপুর...

দিনে দুপুরে গুলি ছুঁড়ে টাকা লুট খড়গপুর থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তায়, মাতকাতপুর বি.এড কলেজের সামনে

নিজস্ব সংবাদদাতা: খড়গপুরে ফের সক্রিয় বন্দুকবাজ ছিনতাইকারীর দল, শুক্রবার ঘটনাটি খড়গপুর থেকে মেদিনীপুর যাওয়ার ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর মাতকাতপুর বিএড অফিসের সামনে বেলা ১১টা নাগাদ। গোটা ঘটনায় রীতিমত হতবাক ও আতঙ্কিত খড়গপুর ও মেদিনীপুরের ব্যবসায়ীরা, বিশেষ করে যাঁদের নগদ টাকা লেনদেন করতে হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন দুই দুষ্কৃতি বাইকে করে তাড়া করে এসে মোহনপুর ঢোকার আগে বিএড কলেজের সামনে পাকড়াও করে বাইকে থাকা দুই যুবককে এবং শূন্যে দু-রাউন্ড গুলি চালিয়ে, বন্দুকের বাঁট দিয়ে একজনের মাথা ফাটিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করে চম্পট দেয়। আর এটা জানার পর দুই শহরের ব্যবসায়ীদের ও সাধারন মানুষের বক্তব্য বেলা ১১টার সময় এই ঘটনা ঘটলে কতটা নিরাপদ আমরা?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাথায় ব্যান্ডেজ নিয়ে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি অ্যাক্সিস ব্যাংকের আদায় বিভাগীয় কর্মী শিবু মাহাত নামের ওই যুবক বলেন, ” খড়গপুর শহরের ১১নম্বর ওয়ার্ড পোর্টরখুলি থেকে ঋনের টাকা আদায় করে ফিরছিলাম। চৌরঙ্গী পেরিয়ে আসি নিরাপদেই। মনে হয় সময় ওখান থেকেই একটি বাইকে থাকা দুজন আমাদের অনুসরন করা শুরু করে। ঠিক বি.এড কলেজের সামনে ডান দিকে আমাদের চেপে দেয় ফলে আমরা দাঁড়িয়ে যেতে বাধ্য হই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তখনই আমাদের বাইকের হ্যান্ডেল ধরে একজন। আমরা বুঝতেই পারিনি কি হচ্ছে। এরপরই আমার কাঁধে থাকা টাকার ব্যাগ ধরে টান দেয় একজন। আমি ব্যাগ চেপে ধরি। একটা ছেলে পরপর শুন্যে দুটি গুলি ছোঁড়ে। আমি তাতেও না ব্যাগ ছাড়ায় আমার মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে। যন্ত্রনায় আমার হাত অবশ হয়ে যায়। ব্যাগ ধরে রাখতে পারিনি। ওরা ছিনিয়ে নিয়ে চলে যায়।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুস্কৃতিদের মুখে কাপড় বাঁধা ও গুলি ছোঁড়ার ঘটনা দেখে সাহস করে এগিয়ে আসতে পারেনি অন্য পথচারীরা। দুরেই থমকে পড়ে দু’একজন। দুষ্কৃতিরা চম্পট দিলে এগিয়ে আসে তারা। খবর পেয়েই ছুটে আসে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ । প্রথমে আহত শিবুকে নিয়ে যাওয়া হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। পাশাপাশি তদন্ত শুরু হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য মাস ছয়েক আগে এই একই ঘটনা ঘটে খড়গপুর গ্রামীন থানারই বলরামপুরের রাস্তায়। ছিনিয়ে নেওয়া হয়েছিল এক ব্যাঙ্ককর্মীর লক্ষাধিক টাকা। গুলি চলেছিল সেখানেও। পরের ঘটনা মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকায়। আক্রমন ও লুটের শিকার সেই ব্যাঙ্ককর্মী। যার থেকে স্পষ্ট রীতিমত খোঁজ খবর রেখে আগে থেকে মহড়া দিয়েই এই নিখুঁত লুট চলছে। ব্যবসায়ীদের প্রশ্ন এটা যে তাঁদের বেলায় ঘটবেনা নিশ্চয়তা কী?  

RELATED ARTICLES

Most Popular