নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বর্তমান ১৯টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রয়েছে। আরও ৬টি মেডিক্যাল কলেজ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ৬টি মেডিক্যাল কলেজের কোনওটির নির্মাণ কার্য শুরু হয়ে গেছে, কোনওটির জমি চিহ্নিত করনের কাজ শেষ। সব মিলিয়ে সরকারের লক্ষ্য আগামী ১ থেকে ৩ বছরের মধ্যে সমস্ত মেডিক্যাল কলেজগুলি চালু করে দেওয়া।
আর সেই কথা মাথায় রেখেই ৬টি নতুন মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের জন্য মোট ১৪৬৮টি পদ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়ে দিল নবান্ন।
বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই পদগুলিতে সম্প্রতি নিয়োগ পর্বের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব মেডিক্যাল কলেজে অধ্যক্ষ, সুপারের পদে ১জন, অধ্যাপক পদে ৬ জন, সহযোগী অধ্যাপকের পদে ২০ জন, সহকারী অধ্যাপকের পদে ২৬ জনকে নিয়োগ করা হবে। এ ছাড়াও আরএমও বা আবাসিক মেডিক্যাল অফিসার, সহকারী সুপার, স্টোর কিপার, অ্যাকাউন্টস অফিসার, গাড়িচালক, সাফাইকর্মী, ডোম-সহ মোট ২২ ধরনের পদে নিয়োগ করা হবে ১৪৬৮ জনকে। আর আগামী ৫বছর ধরে বিভিন্ন ধাপে আরও নিয়োগ করা হবে।
উল্লেখ্য এই ৬টি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল নির্মাণের কাজ চলছে অথবা নির্মাণ শুরু হতে চলেছে আরামবাগ, তমলুক, বারাসত, ঝাড়গ্রাম, উলুবেড়িয়াতে। পাশাপাশি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী জলপাইগুড়িতে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য শিক্ষাবর্ষ শুরু হওয়ার মোটামুটি ৫বছর পর থেকে প্রতিবছর প্রতিটি নতুন মেডিক্যাল কলেজে আপাতত ১০০জন করে চিকিৎসক তৈরি করা।
সেই জন্য প্রথম বছর ১০০পড়ুয়া, দ্বিতীয় বছর আরও ১০০,এমন করেই বাড়তে থাকবে থাকবে পড়ুয়ার সংখ্যা। এইভাবে মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও অবসনগুলিতে বিভিন্ন স্তরের মানুষের সংখ্যা বাড়তে থাকবে। সেই সমস্ত দিক বিবেচনা করেই আপাতত: ৬টি মেডিক্যাল কলেজে ওই পরিমান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পর্বে প্রায় ২৪৫জন করে একেকটি মেডিক্যাল কলেজে নিয়োগ হবে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে এটি একেবারেই প্রাথমিক স্তরে কাজ চালানোর মত নিয়োগ। কলেজ শুরু হওয়ার সাথে সাথে আরও নিয়োগ বাড়বে। প্রথম শিক্ষাবর্ষ চালু হওয়ার পর থেকে প্রথম ব্যাচটি পাশ করে বের হওয়ার সময় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে অনন্ত ১হাজার কর্মী নিয়োগ হয়ে যাবে একেকটি মেডিক্যাল কলেজে।