Homeএখন খবরঅসুস্থ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায়! শ্বাসকষ্ট নিয়ে আর এন টেগর হাসপাতালে...

অসুস্থ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায়! শ্বাসকষ্ট নিয়ে আর এন টেগর হাসপাতালে ভরতি তিনি

নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। প্রত্যেকদিন নতুন রেকর্ড করছে ভারত। শুক্রবার দেশের সংক্রমণের সংখ্যা বেশ খানিকটা বাড়লো। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য আধিকারিকরা। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার। যা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে।এনিয়ে পরপর দুদিন চার লক্ষের গন্ডি পার করলো আক্রান্তের সংখ্যা।

এর মধ্যেই অসুস্থ হলেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। শোনা গিয়েছে, আর এন টেগর হাসপাতালে ভরতি টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী। জ্বর রয়েছে তাঁর গায়ে,সর্দির কারণে বুকে কফও জমেছে।তবে ৮০ বছরের অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। আক্রান্তের নিরিখে আবার নতুন রেকর্ড তৈরি হল। সুস্থতার হার আক্রান্তের থেকে অনেকটাই কম। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৩১ হাজার ৫০৭ জন।

অর্থাৎ এই মুহূর্তে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন। একদিনে করোনার বলি হয়েছে ৩ হাজার ৯১৫ জন

RELATED ARTICLES

Most Popular