Homeএখন খবরসিয়াচেনে ভয়াবহ তুষারধস, ৪ ভারতীয় সেনা জওয়ান সহ নিহত ৬

সিয়াচেনে ভয়াবহ তুষারধস, ৪ ভারতীয় সেনা জওয়ান সহ নিহত ৬

এভাবেই মৃত্যু হাতে টহল দেন ভারতীয় সেনা জওয়ানরা  

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন সিয়াচেনে হিমবাহ ধসে ৪ভারতীয় সেনা জওয়ান সহ ৬জনের মৃত্যু হয়েছে। অবশিষ্ট ২জন ছিলেন মালবাহক। সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ করাকোরাম পর্বতমালার প্রায় ১৯হাজার ফুট উচ্চতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ভারতীয় সেনার হেলিকপ্টার মৃতদেহগুলি উদ্ধার করার পর বেস ক্যাম্পে নামিয়ে এনেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেনার সদর দপ্তর সূত্রে জানা গিয়েছে  আটজন জওয়ান সিয়াচেন হিমবাহে গিয়েছিলেন নিয়মমাফিক টহলদারির কাজে। সেই সময় হঠাৎই হুড়মুড়িয়ে নেমে আসা ধসের কবলে ওই ৬জন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মিলিটারি বেস ক্যাম্পে। দুর্ঘটনার পরই জোর কদমে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করে সেনাবাহিনী। সেনাদের উদ্ধারকাজে আসে হেলিকপ্টার। কিন্তু অত্যধিক উচ্চতা ও অক্সিজেন না থাকার কারণে যে শারীরিক সমস্যাগুলি হয়, তার জন্য ততক্ষণে চার জওয়ান ও ২ মালবাহকের মৃত্যু হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেনা সূত্রে আরও খবর, বরফের নিচে দেহগুলি চাপা পড়ে গিয়েছিল। তাই বের করে আনতে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় লেহ পুলিশও। উদ্ধারকাজে হাত লাগান তাঁরাও। ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, “নদার্ন সেক্টরের সিয়াচেন হিমবাহের ১৯ হাজার ফুট উচ্চতার টহলহারি চালাতে গিয়েছিলেন ৬ জওয়ান। তাঁদের সঙ্গে ছিলেন দুই মালবাহক। কিন্তু আচমকা তাঁদের দিকে ধেয়ে আসে তুষার ধস। নিজেদের রক্ষা করার সময় পাননি তাঁরা। ধসের সঙ্গেই ভেসে যান।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হিমালয়ের কারাকোরাম রেঞ্জে ২০ হাজার ফুট উঁচুতে রয়েছে সিয়াচেন হিমবাহ। এই অঞ্চলকেই বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে ধরা হয়। তুষার ধস বা পাথর ধস এখানকার নিত্যনৈমিত্যিক ঘটনা। শীতকালে তাপমাত্রা এখানে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই প্রবল প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই ভারতীয় জওয়ানরা দেশের সীমান্ত রক্ষার জন্য মোতায়েন রয়েছেন। যুদ্ধ তো বটেই, নিত্যদিনের টহলদারির ক্ষেত্রেও প্রাণ হাতে করে কাজ করতে হয় তাঁদের। মাঝে মধ্যেই এই ধসের ঘটনা ঘটে থাকে। অনেক সময় তা এতটাই বিপজ্জনক হয় যে প্রান দিতে হয় সেনাদের। 

RELATED ARTICLES

Most Popular