Homeএখন খবরনির্বাচনের কাজে ডাক পাওয়া প্রায় ১৫০০ কর্মী জনকে শোকজ করল পূর্ব বর্ধমান...

নির্বাচনের কাজে ডাক পাওয়া প্রায় ১৫০০ কর্মী জনকে শোকজ করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বিধানসভা নির্বাচনের কাজের ডাক পাওয়া প্রায় ১৫০০ কর্মী জনকে শোকজ নোটিশ করে পাঠাল। জেলা প্রশাসন সূত্রে জানা যায় এঁরা ভোটের নির্দিষ্ট প্রশিক্ষণ নিতে আসেননি আরও জানা যায় জেলা প্রশাসনের সূত্রে আসন্ন বিধানসভা ভোটে মোট ৫ হাজার ৬৪১টি বুথ থাকছে।

প্রতি বুথেই থাকছে ইভিএমের পাশাপাশি ভিভি প্যাট মেশিনও। গোটা পূর্ব বর্ধমান জেলায় মোট ৪০ হাজার কর্মীকে ভোটের কাজের প্রয়োজনে প্রশিক্ষণে ডাকা হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়,এর মধ্যে ২৭ হাজার ভোটকর্মীকে কাজে লাগানো হবে বাকিরা থাকবেন অতিরিক্ত তালিকায়।জানা যায়,পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ৪০ লক্ষ ৩৫ হাজার ৪১৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২০ লক্ষ ৪৭ হাজার ৯২৪জন এবং মহিলা ভোটার রয়েছেন ১৯ লক্ষ ৮৭ হাজার ৪০৯জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫ জন।

পূর্ব বর্ধমানের জেলা শাসক মহম্মদ এনাউর রহমান জানান, এবারের ভোট কর্মীদের অংশ গ্রহণ যথেষ্টই ভালই এই পূর্ব বর্ধমান জেলায়।

প্রায় ৯৫ শতাংশ ভোট কর্মীই নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেছেন ও ৫ শতাংশ কর্মী প্রশিক্ষণে আসতে পারেননি। এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১৫০০ ভোট কর্মীকে শোকজ করা হয়েছে ও তাদের কাছ থেকে যথাযোগ্য উত্তর পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে পূর্ব বর্ধমান জেলা শাসক জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular