Homeএখন খবরদ্বিতীয় দফার শ্যুট আউটে নিহত কালনার তৃনমূল নেতা

দ্বিতীয় দফার শ্যুট আউটে নিহত কালনার তৃনমূল নেতা

নিজস্ব সংবাদদাতা: আট মাস আগে একবার চেষ্টা করা হয়েছিল তাঁকে খুনের। ছুটে ছিল গুলি কিন্তু বরাত জোরে সেবার রক্ষা পেয়ে গেছিলেন। যদিও শেষ রক্ষা হলনা। শুক্রবার রাতে ফের তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতিরা। এবার আর বাঁচা হলনা পূর্ব বর্ধমান জেলার কালনা ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক প্রান হারালেন শুক্রবার গভীর রাতেই। কিন্ত কী কারণে এই আক্রমন, এখনও সঠিক জানতে পারেনি পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে দলীয় কাজ সেরে শুক্রবার রাতে কার্যালয় থেকে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় কালনার বেগপুরের নারায়ণপুর গ্রামে দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে ওই তৃণমূল নেতার পায়ে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়। কিন্তু পথে অবস্থার এতটাই অবনতি হয় যে মল্লিককে হুগলির একটি স্থানীয়  হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশে সূত্রে জানা গেছে  আট মাস আগে ঠিক একই জায়গায় আক্রমণ করা হয়েছিল ইনসান মল্লিককে। সেই সময়ও গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে। কিন্তু সে ধাক্কায় প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই তৃণমূল নেতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কারা কিসের জন্য বারংবার ইনসান মল্লিককে আক্রমন করেছিল, কি তাদের উদ্দেশ্য এখনও বুঝে উঠতে পারছেনা পুলিশ। দলীয় দ্বন্দ্ব, রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত কোনও গোপন রহস্য খুঁজছে পুলিশ।  

RELATED ARTICLES

Most Popular