Homeঅন্যান্যনিজের অ্যাপার্টমেন্টের ছবি দিয়ে অনুরাগীদের তাক লাগালেন শাহরুখ-কন্যা।

নিজের অ্যাপার্টমেন্টের ছবি দিয়ে অনুরাগীদের তাক লাগালেন শাহরুখ-কন্যা।

নিউজ ডেস্ক:- বলিউড অভিনেতা শাহরুখ খানের কন্যার নাম সুহানা খান। তার মুম্বইয়ে রয়েছে রাজকীয় বাড়ি নাম ‘মন্নত’।

তবে বর্তমানে পড়াশোনার জন্য সুদূর নিউ ইয়র্কই এখন সুহানা খান থাকেন। কিন্তু স্বয়ং শাহরুখ খানের কন্যার দিনযাপন শহরের মুখে মস্ত এক অ্যাপার্টমেন্ট জুড়ে।

মঙ্গলবার সকালে নিজের সেই বাসস্থানের কিছু ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন তিনি।

সেখানে দেখা গিয়েছে, গালে হাত দিয়ে বসে সুহানা। তাঁর হাসি মুখে ছড়িয়ে পড়েছে রোদের আভা। অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে স্পষ্ট আকাশ, ছিমছাম সাজানো বসার জায়গা, এ সবেরই ঝলক দিয়েছেন তিনি।

সুহানার মা গৌরী খান অন্দরসজ্জা শিল্পী হিসেবে বেশ বিখ্যাত। তিনিও খুব সহজ এবং অনাড়ম্বর ভাবেই ঘরকে সাজিয়ে তুলতে ভালবাসেন।দিন কয়েক আগে শাহরুখ খানের অফিসকেও সুহানার অ্যাপার্টমেন্টের মতোই কিছুটা ছিমছাম ভাবে সাজিয়েছিলেন তিনি।

RELATED ARTICLES

Most Popular