Homeএখন খবরবিক্ষোভের আবহেই কলকাতায় নামলেন অমিত শাহ, কলকাতার ৯ জায়গার দখল নিল বাম...

বিক্ষোভের আবহেই কলকাতায় নামলেন অমিত শাহ, কলকাতার ৯ জায়গার দখল নিল বাম ও কংগ্রেস

কালো পতাকা , কালো বেলুন ঢাকলমহানগর 

নিজস্ব সংবাদদাতা: সকাল ১০টা ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর ততক্ষনের শহর জুড়ে শুরু হয়ে গেছে ‘গো ব্যাক অমিত শাহ’ ধ্বনি।রবিবার চারটি কর্মসূচি নিয়ে শহরে এসছেন অমিত শাহ আর সেই চারটি জায়গাকে ঘিরে মোট ৯টি জায়গায় শাহকে কালো পতাকা ও বিক্ষোভ দেখানোর জন্য পরিকল্পনা করেছেন বাম ও কংগ্রেসের কর্মীরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে চার জায়গায় কর্মসুচী থাকলেও কলকাতার নজর শহিদ মিনারে শাহের সভার দিকেই চোখ রয়েছে রাজনৈতিক মহলের। দুপুর আড়াইটে থেকে শহিদ মিনারে জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনের মধ্যে নয়া আইন নিয়ে সেই সভা থেকে শাহ কী বার্তা দেন, সেই অপেক্ষাতেই রয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, মূলত সিএএ ‘বোঝাবেন’ শাহ। পরে দলীয় বৈঠকও করবেন তিনি। সেখানে হাজির থাকবেন বাংলার বিজেপি সাংসদ, বিধায়ক ও কর্মকর্তা। এছাড়াও থাকতে পারেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে অমিত শাহকে স্বাগত জানাতে  বিমানবন্দরে পৌঁছে গেছিলেন মুকুল রায়, বাবুল সুপ্রিয়রা। তাঁদের কাছ থেকেই শহর জুড়ে উত্তাপের খবর পেয়ে গেছেন শাহ। খবর মিলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রেও । শাহ যখন বিমানবন্দর ছাড়িয়ে গাড়িতে  তখনই খবর মিলেছে  যশোর রোড-ভিআইপি রোডের সংযোগস্থলে শুরু হয়েছে বিক্ষোভ। কালো পতাকা নিয়ে বিক্ষোভ চলছে। উঠল ‘গো ব্যাক স্লোগান’। পাক সার্কাসেও বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মীরা।দিল্লিতে হিংসার প্রতিবাদে কলকাতার ন’টি প্রান্তে বিক্ষোভ বামেদের। রাস্তায় নামবে কংগ্রেসও।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শাহের প্রথম কর্মসুচী  রাজারহাটে এনএসজি কমপ্লেক্সের উদ্বোধন।  সেখান থেকে শহিদ মিনারের সভায় যাবেন। সিএএ ছাড়াও এই সভা থেকেই পুরভোটের দামামাও বাজাতে পারে বিজেপি । বিকেল পাঁচটায় রাজ্য নেতৃ্ত্বের সঙ্গে বৈঠক করবেন। সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা হবে। রাত ৯টা ৪৫ মিনিট শহর ছাড়বেন শাহ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শহিদ মিনারে সভা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সভা ভরাতে কলকাতা-সহ জেলা থেকে নেতাকর্মীদের নিয়ে আসছে বিজেপি। মুরলীধর সেন লেনে দলীয় কার্যালয়ের সামনেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular