Homeএখন খবরকরোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর কর্ণধার শংকর...

করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর কর্ণধার শংকর সেন

ওয়েব ডেস্ক : মারণ ভাইরাসের কবলে সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক আক্রান্ত হচ্ছেন নেতা-মন্ত্রী এমনকি অভিনেতা-অভিনেত্রীরাও। এবার করোনার বলি হলেন এক শিল্পপতি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কর্ণধার শংকর সেনের। বেশকিছুদিন যাবৎ করোনার নানাব উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার মাত্র ৬৩ বছর বয়সে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিখ্যাত স্বর্ণব্যবসায়ী।

জানা গিয়েছে, দিন দশেক আগে থেকেই জ্বর, সর্দি-সহ একাধিক করোনা উপসর্গে ভুগছিলেন সেনকো গোল্ডের কর্ণধার শংকর সেন। সেকারণে কয়েকদিন আগেই তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসতেই দ্রুত তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু গত দু’দিনে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করেছিল। এমনকি শরীরে সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে সেকারণে তাঁর হৃদপিণ্ডের সমস্যা ক্রমশ বাড়তে শুরু করেছিল। এরপর মঙ্গলবার সকালে তাঁর হার্ট অ্যাটাক হয়।

চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কর্ণধার শংকর সেনকে। তাঁর মৃত্যুতে দেশের গয়না শিল্প মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ আজ থেকে ৩০ বছর আগে বাবার ৩টি সোনার দোকান নিয়ে শুরু করেছিলেন ব্যবসা। এরপর নিজের প্রচেষ্টায় তৈরি করেছিলেন সেনকো ব্র্যান্ড। শুধু পশ্চিমবঙ্গ নয় একে একে দেশের বিভিন্ন প্রান্তে খুলেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর একাধিক শাখা। সেই সাথে বেড়েছে লাভের অংশ৷ আপাতত দেশের ১৪ টি রাজ্যে প্রায় ১০০ টিরও বেশি শাখা রয়েছে সেনকোর।

RELATED ARTICLES

Most Popular