Homeএখন খবরভোটের দামামা বাজার আগেই তৎপর শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, ভোটকর্মীদের নিরাপত্তা...

ভোটের দামামা বাজার আগেই তৎপর শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, ভোটকর্মীদের নিরাপত্তা দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের দ্বারস্থ

 নিজস্ব সংবাদদাতা: এখনও ভোট ঘোষনা না হলেও  আসন্ন পৌরসভা নির্বাচন। আর সেদিকে লক্ষ্য রেখেই ভোট কর্মীদের সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে মাঠে নেমে পড়লেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সদস্যরা । বুধবার  রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন দিল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। গত পঞ্চায়েত নির্বাচনে(২০১৮) ভোট কর্মীদের নিরাপত্তার দিকটি চরমভাবে বিঘ্নিত হয়েছিল। মঞ্চের অভিযোগ, সেই পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের উর্ধতন কর্তৃপক্ষ এবং নিরাপত্তা রক্ষীদের দায়িত্বজ্ঞানহীন আচরণের ফলে ভোটকর্মীগণ তাঁদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হন। যাঁরা সঠিক ভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছিলেন তাঁদের উপর নেমে এসেছিল মানসিক ও শারীরিক নির্যাতন। নির্বাচন চলাকালীন উত্তর দিনাজপুর জেলার রহতপুর হাই মাদ্রাসার তরুণ শিক্ষক রাজকুমার রায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনরত অবস্থায় নিখোঁজ হন এবং পরে রেললাইনে তাঁর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। আক্রান্ত হয়েছিলেন বহু ভোটকর্মী। এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন শিক্ষক সমাজ এবং ভোট কর্মীগণ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, “আসন্ন পৌরসভা নির্বাচনের পূর্বে ভোট কর্মী হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে জীবনের নিরাপত্তা বিষয়ে ভোটকর্মীগণ চরমভাবে আশঙ্কিত। ভোট কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত এবং প্রতিটি বুথে নিরপেক্ষ ও নিয়ম অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের জন্য সমস্ত ধরনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দাবি, প্রতিটি ভোটকর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং কোথাও নিরাপত্তার দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারকে দেওয়া চলবে না। দায়িত্ব অর্পণ করার আগে নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা ভোটকর্মীদের জানাতে হবে। ভোটে কোন্ দল জিতবে বা কোন্ দল হারবে সে নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। আমরা চাই আমাদের সাংবিধানিক দায়িত্ব মর্যাদার সাথে পালন করে আসতে। সংবিধানের ২১ নম্বর ধারায় প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তার অধিকার দেওয়া হয়েছে। কোনোভাবেই তা বিঘ্নিত হতে দেওয়া চলে না।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে
শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সুনিশ্চিত নিরাপত্তার জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সারা রাজ্যব্যাপী বিরাট আন্দোলন সংঘটিত হয়েছিল এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত অধিকাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন করেছিল। এর ফলে সারা রাজ্য জুড়ে ভোট কর্মীদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত হয়েছিল এবং প্রায় নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সভাপতি বিশ্বজিৎ মিত্র বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনের সময় রহস্যজনকভাবে নিখোঁজ এবং নিহত হয়েছিলেন তরুণ শিক্ষক রাজকুমার রায়। তার পরিবার আজও আর্থিক ক্ষতিপূরণ পায়নি। অবিলম্বে সেই আর্থিক ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার জন্য আমরা কমিশনে দাবি জানিয়েছি।”
এছাড়াও আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অয়ন পাল এবং তমাল মন্ডল প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular