Homeএখন খবরসূচনা হল হবিবপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সূচনা হল হবিবপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা :পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হল মঙ্গলবার।
 সকাল ১১টায় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেদিনীপুরের প্রাক্তন পৌরপিতা ও বর্তমান পৌর প্রশাসক বোর্ডের সদস্য প্রণব বসু। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার,  মেদিনীপুর শহরের  ৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিপ্রা মণ্ডল, স্কুলের শিক্ষকশিক্ষিকা, শিক্ষাকর্মী প্রমুখ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন প্রধান শিক্ষিকা মালা মজুমদারের উদ্যোগে তাঁর বাবা-মা তথা স্বর্গত সাধনচন্দ্র মজুমদার ও স্বর্গতা কল্যাণী মজুমদার স্মৃতিতে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের শীতবস্ত্র তথা সোয়েটার প্রদান করা হয়।বিদ্যালয়ের ছাত্রীরা  পরিবেশন করে ব্রতচারী নৃত্য। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষিকা তৃণা মণ্ডল।

RELATED ARTICLES

Most Popular