তাড়াতাড়ি মণ্ডপের পথে, অঞ্জলি দিতে। খড়গপুর |
নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দপ্তরের আশংকা মিলিয়ে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে দুই মেদিনীপুর জেলা সহ প্রায় সমস্ত দক্ষিনবঙ্গ জুড়েই। বুধবার ভোর থেকে প্রথমে ঝিরি ঝিরি আর পরে হুড়মুড়িয়ে আকাশ ভেঙে পড়েছে খড়গপুর মেদিনীপুর তমলুক হলদিয়ার মত শহরগুলিতে যেখানে কাল রাত অবধি মণ্ডপ সাজাতে রাত জেগেছে পড়ুয়ারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে মেদিনীপুর শহরের কলেজ স্কয়ার। গোলকুয়া চক থেকে পঞ্চুর চক এই ১৫০মিটার জায়গাতেই প্রায় ১৫টি পুজো হয় এখানে। সরস্বতী পুজোকে ঘিরে রাজনৈতিক ব্যঙ্গের জন্য বিখ্যাত এই কলেজ স্কয়ারের বহু মণ্ডপ ও প্রতিমা ঢেকে দিতে হয়েছে পলিথিনের আবরণ দিয়ে। কার্যকর্তাদের মাথায় হাত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখানেই গত সাত বছর ধরেই আলোকচিত্র প্রদর্শনী করে আসছে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব। এবছর অষ্টম বর্ষ। এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বৃষ্টির আশংকা করেই আমরা এবার আচ্ছাদনের ব্যবস্থা করেছিলাম তাই রক্ষা। তবে নিচে কার্পেট ভিজে যাওয়ায় দর্শক দের একটু অসুবিধা হবে।”
মেদিনীপুর কলেজ স্কয়ার |
তুমুল বৃষ্টিতে খড়গপুরের ইন্দা খরিদা মালঞ্চ কৌশলা তালবাগিচা প্রেমবাজারের পুজা কমিটি গুলির মাথায় হাত। তালবাগিচার সেভেনস্টার ক্লাব খড়গপুর শহরের সেরা পুজোর আয়োজন করে। সেই মণ্ডপের সামনের মাঠ জল কাদায় থইথই।
হলদিয়া টাউনশিপ বিশেষ করে হলদিয়া ইন্স্টিট্যূট অফ টেকনোলজি, জিস্ট, ল কলেজ সহ আইকেয়ার ক্যাম্পাসের পড়ুয়াদের মন খারাপ। গত দুদিন ধরেই রাত জেগে ক্যাম্পাস সাজিয়েছিল তারা। আজ সকাল থেকেই শুরু হওয়ার কথা রঙ্গোলী। দুশ্চিন্তায় সংগঠকরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবশ্য তারই মধ্যেই মেতে উঠেছে কচি কাঁচার দল। বৃষ্টির মধ্যেই চলছে পুষ্পাঞ্জলি। কোথাও কোনও এক কোনে মন খারাপ করে কিশোরী। বৃষ্টির জন্য কাকে কথা দেওয়া হলুদ শাড়ি পরতে পারেনি বলে। ফোনে করুন গলায় বলতে শোনা গেল, ‘প্লিজ রাগ করিসনা , ভিজে যাবে বলে মা রাজি হলনা শাড়িটা দিতে, এবার সালোয়ার দিয়েই…সামনের বার ঠিক…..বৃষ্টিতে ধুয়ে যায় কথা গুলো।