নিজস্ব সংবাদদাতা: দিনের বেলায় শহরে বালি গাড়ি ঢোকা বারন তাই রাত বাড়লেই শহরের অলিতে গলিতে বাড়ছে বালি গাড়ির দাপট। আর সেই দাপটে প্রান ওষ্ঠাগত। অলিগলির রাস্তার বারোটা বাজছে, রাস্তার ওপর ডাঁই করা বালি, রাস্তার পরিসর কমছে, বাড়ছে দুর্ঘটনা। তবে সোমবার গভীর রাতে যা ঘটে গেল তার মাশুল দিনভর দিতে হল মেদিনীপুর শহরবাসীকে।
এদিন ভোরে বালিভর্তি ডাম্পার দ্রুতগতিতে মেদিনীপুর শহরের হবিবপুর এলাকার ভিতর দিয়ে যাওয়ার সময় একের পর এক পাঁচটি বিদ্যুৎ খুঁটি ভেঙে দেওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা।
গত ক’দিন ধরেই তাপমাত্রা বাড়ছে। বিশেষ করে সূর্য একটু চড়া হলেই ফ্যান ছাড়া ঘরে থাকা দায় হয়ে পড়েছে। তারই মধ্যে এমন হঠাৎ করে দুর্ঘটনায় হাঁস ফাঁস অবস্থা এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাতেই দৌড়ে আসে বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা। কেটে পড়ে থাকা তার গুলিকে দ্রুত সরিয়ে মেরামতের কাজ শুরু হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়েছেন সম্ভবত মদ্যপ অবস্থায় এই চালক গাড়ি চালিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
এদিন ভোর থেকেই অবশ্য মেরামতির কাজ শুরু করে দেন বিদ্যুৎকর্মীরা । তাঁদের নিরলস প্রয়াসে সন্ধ্যার মুখে এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্ভব হয়। তবে বিদ্যুৎদপ্তরের কর্মীরা জানিয়েছেন, রাতের নির্জনতায় এই ঘটনা ঘটায় বড় জোর বাঁচা গিয়েছে । কারন দিনের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।