Homeএখন খবরলঞ্চের আগেই ফাঁস হলো Samsung Galaxy A21s এর‌‌ স্পেসিফিকেশন

লঞ্চের আগেই ফাঁস হলো Samsung Galaxy A21s এর‌‌ স্পেসিফিকেশন

ডিজিটাল ডেস্ক: Samsung Galaxy A21s এই ফোনটি শিঘ্রই লঞ্চ হতে চলেছে কিন্তু তার আগেই ফাঁস হলো এই ফোনটির সম্বন্ধে সমস্ত স্পেসিফিকেশন কয়েকদিন ধরে ইন্টারনেট দুনিয়ায় ফোনটির স্পেসিফিকেশন নানান ওয়েবসাইটে দেখা যাচ্ছিল। এবার সোশ্যাল মিডিয়ায় এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করে দিলেন সুধাংশু আমভোরে। এর আগেও তিনি অনেক স্মার্টফোনের স্পিসিফিকেশন নিখুঁতভাবে তার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে জানান এবং সেগুলো মিলেও যায়। এবার তিনি Samsung Galaxy A21s ফোনটির সমস্ত ফিচারস ফাঁস করলেন।

তিনি জানিয়েছেন এই ফোনটির মধ্যে রয়েছে ৬.৫৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের পিছনের মধ্যে থাকছে তিনটি ক্যামেরা এই ক্যামেরার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যমেরা ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের মেক্রো ক্যামেরা থাকছে এটিতে।

ফোনটিতে প্রসেসর থাকছে Exynos 850 চিপসেট এই ফোনটিতে থাকছে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ব্যাটারি থাকছে ৫,০০০ এমএএইচ এর। Galaxy A21s থাকছে এফএম রেডিও, মাইক্রো ইউএসবি, ডুয়াল সিম, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক ও Bluetooth ৫.০।
সম্ভবত এই ফোনটি সাদা, কালো ও নীল রঙে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির দাম সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular