Homeএখন খবরদীর্ঘক্ষন স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন আটকে রাখায় বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকা সহ সাধারন যাত্রীদের...

দীর্ঘক্ষন স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন আটকে রাখায় বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকা সহ সাধারন যাত্রীদের ক্লাবের ছেলে ডেকে পেটানোর অভিযোগ উঠল স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা:প্রায় দিনই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-আদ্রা শাখায় দীর্ঘক্ষন দাঁড় করিয়ে রাখা হয় হাতিয়া প্যাসেঞ্জার ট্রেনটিকে। এই নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। বুধবার সেই অসন্তোষ চরমে ওঠে কারন যাত্রীদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্রে দ্রুত পৌঁছানোর তাড়ায় ছিলেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথমে তাঁরা স্টেশন ম্যানেজারকে  অনুরোধ করেন দ্রুত ট্রেনটিকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু স্টেশন ম্যানেজার পাটনাগামী এক্সপ্রেসকে না ছেড়ে হাতিয়াকে ছাড়তে রাজি হয়নি। নিত্যযাত্রীদের অভিযোগ ৯.৫৮ মিনিটে হাতিয়া যখন শালবনী স্টেশনে পাটনা এক্সপ্রেস তখন জিন্দাল পের হয়নি। স্টেশন ম্যানেজার চাইলে হাতিয়াকে ছাড়তে পারতেন।  এরপরই ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিক্ষোভ কারীদের অধিকাংশই ছিল শিক্ষক শিক্ষিকা। নিত্যযাত্রীদের অভিযোগ ওই সময় স্টেশন ম্যানেজার পেছনের দরজা দিয়ে বেরিয়ে স্থানীয় ক্লাবের ছেলেদের ডেকে বেধড়ক মারধর করায় বলে অভিযোগ। ঘটনায় একজন শিক্ষকার চশমা ভেঙে দেওয়া ও কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে মারধোর করে বলে অভিযোগ। যদিও স্টেশন ম্যানেজারের পাল্টা অভিযোগ, বিক্ষোভকারীরা স্টেশন ম্যানেজারের  ঘরে ঢুকে চেয়ার উল্টে দেয়, মারধর করে, অফিসের পর্দা ছিড়ে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিত্যযাত্রী এক শিক্ষক বলেন, ”পরীক্ষা আছে তাই আগে হাতিয়া প্যাসেঞ্জারকে চেড়ে দেওয়ার কথা বলতে গিয়েছিলাম। স্টেশন ম্যানেজার কোন গুরুত্ব দেননি। এই নিয়ে বচসা থেকে উত্তেজনা তৈরি হলে স্টেশন ম্যানেজার স্থানীয় একটি ক্লাবের কিছু ছেলেকে ডেকে বিক্ষোভকারীদের মারধোর করায়। কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে বেধড়ক মারধোর করা হয়েছে। গড়বেতার এক শিক্ষিকা বলেন, আমরা প্রচন্ড আতঙ্কে রয়েছি। প্রতিদিন যাতাতায় করি। এমন ঘটনাও ঘটে জানতাম না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার কথা অস্বীকার করেছেন শালবনির স্টেশন ম্যানেজার বাপী দে। তিনি বলেন, যাত্রীরা এসে আমার রুমে তান্ডব চালিয়েছে। আমরা কাউকে ডাকিনি’। শালবনির রেলকর্মী তপন কৈরী বলেন, ‘যাত্রীরাই চেয়ার উল্টে, স্টেশন মাস্টারকে মারধোর করেছে’। ঘটনা প্রসঙ্গে খড়্গপুর – আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক দুর্গাদাস দে বলেন, ‘ঘটনার কথা আদ্রা ডিভিশনের ডি আর এম কে জানিয়েছি। উনি স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে এফ আই আর করতে বলেছেন। আমরা ভাবছি গার্ডেনরিচের নজরে বিষয়টি আনার জন্য’। বিষয়টি আদ্রা ডিভিশনের ম্যানেজারকে লিখিত ভাবে জানিয়েছেন নিত্যযাত্রীদের সংগঠন। এদিন বেলা ১১টার সময় ছাড়া হয় হাতিয়াকে। 

RELATED ARTICLES

Most Popular