Homeএখন খবরশালবনীতে নিজের ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চালকের

শালবনীতে নিজের ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চালকের

নিজস্ব সংবাদদাতা, শালবনী :- স্টেশন চত্বরে ট্রাক্টারে করে মোরাম ফেলতে গিয়ে নিজের ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো চালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভাদুতলা তে। মৃত ওই ট্রাক্টর চালকের নাম সাগর (৩৭), বাড়ি চন্দ্রকোনা রোডের আঁখছড়া তে৷

স্থানীয় সুত্রে জানা গিয়েছে রেল দপ্তরের আদ্রা ডিভিশনের ভাদুতলা জঙ্গলমহল স্টেশন চত্বরের বৃদ্ধি করার জন্য কন্ট্রাক্টরের মাধ্যমে মোরাম বিছানোর কাজ চলছিল প্রায় কুড়ি বাইশ দিন ধরে। সেই মতো এদিন সকালে চার টি ট্রাক্টারে করে মোরাম বোঝায় করে নিচু স্থান থেকে স্টেশন চত্বরে নিয়ে যাওয়া হচ্ছিল।

তার মধ্যে সাগরের ট্রাক্টার টিও ছিল৷ নিচু স্থান থেকে উঁচু স্থানে যাওয়ার সময় অসাবধানে ট্রাক্টারের সামনের চাকা শুন্যে ভেসে যেতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালকের আসন থেকে ছিটকে মাটিতে পড়ে যায়, তখনই নিজের ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় চালক।

দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসে কর্মরত অন্যান্য শ্রমিকরা। তারাই শালবনী থানায়, কনট্রাকটর এবং মৃতের বাড়িতে খবর দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালবনী থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। অকস্মাৎ এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

RELATED ARTICLES

Most Popular