Homeএখন খবরলকডাউনের মধ্যেই সবংয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে হাপিস ১০০কেজি ডাল

লকডাউনের মধ্যেই সবংয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে হাপিস ১০০কেজি ডাল

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের মধ্যে যখন মোটের ওপর চুরি ডাকাতির খবর নেই বললেই চলে তখন সবংয়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছাড়লো এলাকায়! অবাক করা কান্ড আরও যে কেন্দ্রটির জানলা দরজা এবং তালা অটুট থাকা স্বত্ত্বেও ২বস্তা ভর্তি ডাল কী ভাবে চুরি হল সেটাই অবাক করেছে সবাইকে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের হরেকৃষ্ণ আংশিক বুনিয়াদি বিদ্যালয় চলা ৯৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি অনিতা মাইতি জানিয়েছেন, আগামী সোমবার সকালে শিশুদের মধ্যে চাল, ডাল, আলু ইত্যাদি বন্টনের  ব্যবস্থা করা হয়েছে । আর সেই কারনে আজ সকালে সরকারি দপ্তর থেকে গাড়ি করে চাল দিতে আসার কথা। তাই সকালে গিয়ে দেখি তালা ভাঙা নেই,জানালা দরজা অটুট কিন্তু দু’ বস্তা ডাল উধাও। অবাক হওয়ার মত কান্ড এই যে ঘরের ভিতরে রয়েছে আরও পাঁচটি চালের বস্তা রয়েছে সেগুলি চোর নেয়নি।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিকল্প চাবির ব্যবস্থা করেছিল চোর কারন একমাত্র চাবি দিদিমণির কাছেই থাকে। আর চালের চাইতে যেহেতু ডালের দাম বহুগুন বেশি তাই বেছে বেছে ডালের বস্তা নিয়ে গেছে চোরের দল। দল এই কারনেই যে একজনের পক্ষে দুটি ডালের বস্তা তালা অটুট রেখে সাধারন ভাবে সম্ভব নয়। চুরি যাওয়া ডালের মূল্য প্রায় ১২হাজার টাকা। তদন্ত শুরু করেছে পুলিশ। দিদিমনি ও অন্যকর্মীর সঙ্গে কথা বলছে তারা ।

RELATED ARTICLES

Most Popular