Homeসাহিত্যরবিয়াণীঅরবিন্দ সরকারের দুটি কবিতা

অরবিন্দ সরকারের দুটি কবিতা

✒️ কলমে: অরবিন্দ সরকার                                অভিপ্রেত                                                      জল কুড়ুল অস্তিত্ব কে তছনছ করে প্রতি বছর
সোহাগ জমিতে পুতে দেয় বিষ বীজ
বিজন গভীর রাতে কে কাঁদে ফুফিয়ে
স্বপ্ন বীজ ভেঙ্গে যায়…..
মুরগীর ছাল ছাড়ানোর মতো শুয়ে থাকে মানব ।
#
ইচ্ছে ছিল ভোরের মত পাখা মেলতে
সুরে সুরে নিমগ্ন হতে
নিস্ফল নীরব পুজো থেকে জেগে উঠতে ।

খেলা                                                                 যাও কোথায় ?
এই নির্বানে , এই নির্মাণে
নিবিড় অন্ধকারে কি সুরে রুদ্র বীণা
বাজাও ।
এই খেলা, এই খেলা
নিরন্তর ওঠা নামা
যত্নের সমূহ ধ্বনি সবদিক হতে উঠে এসে
কী নরম ঢেউ তুলে চলে যায়

RELATED ARTICLES

Most Popular