✒️ কলমে: পল্লবী মুখোপাধ্যায়
কাকতলীয়
লাইফ লাইন
দৃঢ় শানানো কন্ঠস্বর
আমার কাছে আত্মজ,ইমপ্রেসিভ
মোমবাতিতে ফুঁ
ফুসফুসের হরাইজেনটাল লাইনে
বিড়ম্বনার শ্লেষা
জলন্ত শিখা একথা জানত
তাই ঘাপটি মেরে বসে
সেদিন যখন নাভিতে হাত বুলিয়েছিলে
আড় ভেঙেছিল
আজ যখন ভুল বুঝছ
রক্ত থলিতে জল টইটুম্বুর
এটাও ইমপ্রেসিভ
পরিবর্তনেও হৃপিন্ডের ওজন লাগে
নালান্দার ছাদে রাত দেখার সাধ..
ডিটারজেন্টের প্যাকেটে প্লেন যাত্রার অফারের দৃশ্য…
সিদ্ধান্ত
পল্লবী মুখোপাধ্যায়
পুয়ো গাছের নীচে
কানা মাছির বাসা
পাশে অমরাবতী
এখানে একটাই ঋতু পিপাসা
সম্মোহিত দোয়েলের শিস্ গর্ভবতী
ভ্রূণ সভ্যতার মাস মাইনে করা
চুল্লীর ভিতরে
একদিকে দ্রোণের আক্ষেপ
অন্য দিকে মাদারির খেল
সারা গায়ে ঘি মেখে
আন্দাজ করি সামনে
ঈশ্বর না নশ্বর…