Homeসাহিত্যরবিয়াণীরমজান বিন মোজাম্মেলের দুটি কবিতা

রমজান বিন মোজাম্মেলের দুটি কবিতা

✍️কলমে: রমজান বিন মোজাম্মেল

রোজ – নামচা

এখন আর জানালায় তাকালে দেখতে পাই না লাউ আর কুমড়ো ফুরের প্রেম!
সহসায় ছুটতে দেখি না ধাবমান ট্রেন, ঘাসের বুকেও যেন জমছে না শিশির।

বৃষ্টিফোঁটা-রোদ্রজোসনার ফরমালিন মিশ্রিত অন্ধকারে পত্রপল্লবের ছাপ।

যেন রাতকে ডেকে আছে দিন। এমন সময়ে অন্তহীণ প্রশ্নবানে মনে জাগে,
আমার তো পূর্বপুরুষ আদম -হাওয়ার রোজ – নামচা সবটাই জানা।
শুধু দেখিনি তখন। তাই কি আজও নিষিদ্ধ গন্ধমের তাড়া করে ফেরা?

শমিবৃক্ষ

বৃক্ষের বাকলে খুঁজে পাই প্রেম ও ক্রন্দনের পূর্ণতা…

সবার পক্ষে কি সম্ভব সাজানো সব সুন্দর?

স্নায়ুর গোপন কোষ তীক্ষ্ণ অন্তর্ঘাতিবান বিহ্বল বধির করে তোলে কির্ণর মূহুর্তে
কী হাহাকার, কী অাকিঞ্চন!

যারা কদমা, বাতাসা ভুলে ব্লাউজে কাম খোঁজে তারা জানে না
ব্লাউজ মাতৃদুগ্ধের পাহারাদার।

তথাপি দেশটা কেনো অাজ ধর্ষকের হাটবাজার?

অামার মায়ের পক্ষের হলে বুঝতো শমিবৃক্ষ-
অামরা ব্লাউজের পাহারাদার

RELATED ARTICLES

Most Popular