Homeসাহিত্যরবিয়াণীঅবধি আবহমান

অবধি আবহমান

✍️কলমে: রোকেয়া ইসলাম

তুমি বিহীন বসন্তবেলার এই পাট
নিয়মের করাত টানে ভাঙে
এই যে নৈমিত্তিক উদ্ঘাত,
ভাংচুরের অভিঘাত
তার অবচেতন কতোটুকুই বা জানে?

চৈত্রের তিস্তায়
শুকিয়ে যাওয়া অপলাপের নোনতা নিঃসরণ অথবা
ঝরে যাওয়া টুপটাপ রক্তক্ষরণ
আজ খুব প্রাসঙ্গিক;
বেখেয়াল বাতাসের অনুরণনের ফ্ল্যাশব্যাকে
দিন শেষ;
বড়জোর এই উদাহরণ…

কেউ জানে না সীমান্ত কোথায়
কেউ চেনে না ধরণী প্রবহন পথ
জোয়ার ভাটার নিরবধি বয়ে চলা জীবনে
মেনে নেইনি অন্যথায়…

পথ চলাতেই পথের খোঁজ
চমকে উঠি, থমকে উঠি–
নির্দ্বিধায় হররোজ।

অবধি আবহমানে–
কেউ নেই আশেপাশে,
কেউ নেই নিঃশ্বাসে
সেই একান্ত, সেই আপন;
তবুও অপার আগ্রহেই বয়ে যায়–
নিদারুণ অচেনা যাপন…

RELATED ARTICLES

Most Popular