Homeসাহিত্যরবিয়াণীঅথবা নক্ষত্র

অথবা নক্ষত্র

✍️কলমে: সুস্মিতা অধিকারী

মৃদু হেসে চলে যাচ্ছে যারা
তারা যাক!
এই অনন্ত পৃথিবীর বৃক্ষস্থল
গতিমুখ….

যারা যারা এঁকে দিচ্ছে বিদ্যুৎ ও মেঘ
নিহত রাত্রির দেহ
স্তুপের আড়ালে গোপন সংকেত;
শোনো

যে আলোয় দেখেছো একদিন
প্রজ্ঞা-পারমিতা, কক্ষপথ!
আজ তার চিহ্ন জেগে আছে শুধু…
শব্দ ব্রহ্ম, মেঘ ও বাতাস

রূপান্তর

সুস্মিতা অধিকারী

এভাবে অপেক্ষার কালো চাদরে
ঢাকা পড়ে যাচ্ছে
আমার পৃথিবী।
শূন্যের ভেতর জমা হয়…
গভীর দাগ।

কেঁপে উঠছে বাবা
দু’চোখে স্পষ্ট বিষাদ,
গিলে ফেলে কেউ
একটা আস্ত দিন!

আজকাল শান্তি নেই
হাঁড়ির ভেতর থেকে
উঁকি দেয়!
সাদা সাদা ক্ষুধার্তের কান্না।
সমস্ত হাঁটা পথ,
পায়ের তলায় মিশে গিয়ে
পৌঁছে যায় বোবাদের দেশে।

কেউ চোখে – চোখ দেখেনি
দেখেছে;
মৃত্যু ঈশ্বর প্রেত।

RELATED ARTICLES

Most Popular