✒️কলমে: অজন্তা রায় আচার্য্য
ঠিক যেন দেওয়ালে টাঙানো মানচিত্র
ইতিহাস জানি,ভূগোল জানি
জানি দ্রাঘিমা,জানি অক্ষাংশ,
জোরে এক বুক শ্বাস টানি
অথচ মাটির গন্ধ শুঁকতে পারিনা,
নিরন্তর সমুদ্রের ঢেউএর তট ছোঁয়ার ব্যস্ততা যতখানি,
তার চেয়ে বেশীই ব্যস্ততা থাকে বুঝি ফিরে যাবার।
এই যে শরীর খুলে বসে থাকে তট
সাগর কি চিনতে পারে তাকে সঠিক ভাবে?
নাকি চায়!
মন বুঝতে ভারী বয়েই গেছে তার,
তটের বুকে জলভার,শরীরে জলদাগ
ধরে রাখার কৌশল তো তার জানা নেই!
সে শুধু জানে নিঃস্ব হতে।
দিনের অন্তিম সূর্যের কাছ থেকে তুমিও শিখে নিও
সহজে নিঃস্ব হওয়ার মন্ত্র।
সমুদ্র যেখানে লীন হয় আকাশে,
সেইখানে তুমি আমি একদিন হয়ে যাব লীন
হয়তো সেদিন ঘুচে যাবে সব অসামঞ্জস্যের দোহাই।