Homeসাহিত্যরবিয়াণীজীবন বোধের সাতটি আঁচড়

জীবন বোধের সাতটি আঁচড়


✒️কলমে: দেবাশীষ ভট্টাচার্য্

১.

জীবন রণে
কত যে ওঠানামা
মানুষ জানে

২.

চাই আয়না
নিত্য নিজেকে জানা
প্রশ্ন ছুরিতে

৩.

নীরব ভাষা
নিরীহ নয় জানি
অন্তরে অগ্নি

প্রকৃতি রীতি
প্রকৃত নিয়মেই
আদিঅন্তেও

৫.

সুন্দরী নদী
দু চোখে তৃষ্ণা আনে
প্রাণের গানে

৬.

ভালোবাসায়
আলোর মেলা ছায়
দর্শক সব

৭.

হাসির আলো
বৃথা তুমি নেভালে
কাঁদে না আলো

RELATED ARTICLES

Most Popular