Homeসাহিত্যরবিয়াণীআরোগ্য অভিমান

আরোগ্য অভিমান

✒️কলমে: মানসী সাহু

চোখের পাতা আদিম করিডর
দুপুরের পারদে মাটি আঁকড়ে
পড়ে আছে হৃদপিন্ড সকল
আগন্তুক হয়ে শুষে নাও
জীবন নির্যাস
পাতার আড়ালে সমূহ বিপদ।

বেহিসাবী মাঠে আনন্দ- উদ্ভিদ
পর্যাপ্ত শুশ্রুষা বুকে
জল ভাঙে দাঁড়
সমুদ্র সমীপে বালি নেই
শুধু আরোগ্য অভিমান।

…….

RELATED ARTICLES

Most Popular