Homeসাহিত্যরবিয়াণীপুনর্বিবর্তন

পুনর্বিবর্তন

✒️কলমে: সৌরিন ভট্টাচার্য্য

সারি সারি মানুষ একমনে পথে চলেছে।
প্রখর গরম, খিদে-তেষ্টা উপেক্ষা করে।
মাথার উপর গনগনে সূর্য দিনের সাথী,
রাতে চাঁদ ও তারার ঘননিবিষ্ট সমন্বয়।
হাতছানি দিচ্ছে বাড়ির আঙিনা, প্রাঙ্গণ,
স্বচ্ছ পুকুরের জল, গাভী, পরিবার-পরিজন।
ওদের নেই অর্থ, নেই ক্লান্তি, নেই উত্তাপ,
ওরা শুধু জানে সব পথ মিশবে একই পথে।
মানুষ গ্রহ-নক্ষত্র দেখে দিক নিরূপণ করতো,
পদব্রজে, জাহাজে বিশ্বের নানা প্রান্তরে পৌঁছাতো,
সভ্যতার শিশু পদক্ষেপ আজ সুদূর অতীত।
এ এক পুনর্বিবর্তন; উপমহাদেশের পথে, প্রান্তরে
তারা বিনিদ্র রাত, স্বপ্নময় সকাল, তন্দ্রাচ্ছন্ন দুপুর
হেঁটে চলেছে, হেঁটে চলেছে, হেঁটে চলেছে…

RELATED ARTICLES

Most Popular