Homeসাহিত্যরবিয়াণীপৃথিবী এক - ২২

পৃথিবী এক – ২২

✒️কলমে: লক্ষ্মীকান্ত মণ্ডল
———————————————

মেঘের নিচে শুয়ে থাকতে থাকতে মেঘ হয়ে যাই ।
খুব কাছেই পাখির ডাক , মহাকাশের সঙ্গীত শোনায় –
শিরীষ ফুলের পাঁপড়ি উড়তে উড়তে মাতৃহারা , ছায়ারা অস্থির – চুপি চুপি কথা বলে লোকালয়ের
মাঝে মাঝে প্রকৃতিও তলোয়ার হাতে নেয় – নিরুপায়
মানুষ আস্ফালন করতে করতে চিৎশুয়ে পড়ে , শব্দ ঠিকরে
আসে ফেনাময় সমুদ্রের টানে – নেই কোন চিতা বা কবর

সে কবি, ফসল মাঠ থেকে তুলে আনে ভেজা ধান – আঁচলে
ঘাম মুছে রৌদ্র গড়ে ; ঘাড় উঁচু করে যায় ভিটের সিঁড়িতে –

পৃথিবী দুই
লক্ষ্মীকান্ত মণ্ডল

অন্ধকারে জমে ওঠে আমারই ঘরে ফেরার কথা
আকাশের ওপার থেকে উড়ে আসে পাখির পালক

ফুলের গন্ধে বৃষ্টি পোকার নীল শোক , শরীর জড়িয়ে নামে
অংশীদারি ঋণের পদ্মদিঘি , চারপাশে সাপের চলাচল

কয়েকটি পদক্ষেপে জেগে উঠে কয়েকটি শীর্ণ নদী –
গতজন্মের উৎসব ভাগ হয়ে উচ্চারণ করে পেসমেকার

তিন বিভাগে তখন চোখ গেল পাখির ডাক
প্রথমত উচ্চগতি দ্বিতীয়ত মধ্যগতি তৃতীয়ত নিম্নগতি

বাতাসের ছোঁয়ায় নিরন্তর নক্ষত্রলোক , চুপচাপ দাঁড়িয়ে
দেখি – একটা সরলরেখায় নেমে আসছে আমার বুকে –

আমিই তখন বিপন্ন পৃথিবী

RELATED ARTICLES

Most Popular