✒️কলমে: রাখী সরদার
একদা এনাত চাচা মুলি বাঁশে চুবড়ি বুনতে বুনতে
রাধাসায়রের গল্প বলতো … চোখের তল অবধি
তলিয়ে যাওয়া জল -গল্প।
অতলান্তের ছলাৎ ছলে
নাকে নথ পরা কালবাউশ …উড়ে আসা
কাজলপাখি।
চৌধুরী বাড়ির রাধামণি
অতুল গোঁসাই কে ভালোবেসে,নয়নাভিরাম
সে নয়নে বসে থাকতো নীরবের পাশে।
দূরে… বহুদূরে পরাণমাঝির বৈঠাধ্বনি …
“জলে যাইও না যাইও না,
ঘাটে রইও না।”
স্বভাব বৃক্ষে ফুল ধরলে ,খেপি চুলে
জড়িয়ে নিত আখড়াই ঘ্রাণ…মেঘ ডাকলে
মানভঞ্জন ।
ঝুরুক ঝুরুক নাচ গান —
‘রাধা চল কেনে তুই
কেন্দুলীর মেলা।’
দেহের কোরক নুইয়ে দেহতত্ব বোঝা।এমন
আমরুল জামরুল প্রেম পীরিত কেউ বুঝি
চায়নিকো তেমন।
সে এক স্মৃতিচারণ রাত।
রাধামণি জলকে দিল দেহ…মেঘলা রঙ
বান্ধবী বিচ্ছেদে অতুল গোঁসাই বিষে নীল।
এখন কারো বিরহ পেলে
রাধাসায়রে দোতারা বাজে।কান পাতলে
শোনা যায় —‘রাধা ,চল কেনে তুই
কেন্দুলীর মেলা।’
——*—