Homeসাহিত্যরবিয়াণীবোকা খায় ধোঁকা

বোকা খায় ধোঁকা

✍️কলমে: বঙ্কিম বিহারী মাইতি

বোকা, বোকা, বোকা,
বোকা খায় ধোঁকা।
নেতা মুখে সৃষ্টি
টক্ ঝাল মিষ্টি।
ফেরি করে স্বপ্ন
বোকা তাতে মগ্ন।
আহা! নেতা কাঁদে
দুখীর সংবাদে।
এজীবন ভরে
মানুষের তরে–
করেছে লড়াই
নিজ সুখ ছাড়াই।
জীবনের শেষে–
ভাবে অবশেষে…..
সারাদিন ভেবে–
ভেবে, ভেবে, ভেবে
যৌবন আর সুখ
কবে গেছে উবে।

ভালো ছিল, বোকা
গিলে খেতো ধোঁকা।
হঠাৎ কি হোল
চোখ খুলে গেল–
দ্যাখে, একি সব!!
নেতার বৈভব;
উপকৃত জন
সবে আত্মজন।
দুখী আতুরেরা।
তারা দিশেহারা।

নেতা কি সেয়ানা!!
ছল্ ধরে নানা।
বোকা বলে হেসে,
গুনে নাও শেষে….
বোকা একদিনে
থাকে এক জনে;
কিছু জনে ধোঁকা….
কিছু দিন বোকা।
সব দিন সবে–
বোকা নাহি রবে।

****

RELATED ARTICLES

Most Popular