Homeসাহিত্যরবিয়াণীমোহাম্মদ হোসাইনের দুটি কবিতা

মোহাম্মদ হোসাইনের দুটি কবিতা

✍️কলমে: মোহাম্মদ হোসাইন

 

বায়োগ্র্যাফি

প্রত্যেকেরই বায়োগ্র্যাফি রেখে যায়

ছোট ছোট ধানের শিষে ঝলমল করে সে-সব

কেউ কেউ দেখে, অনেকেই দেখে না

কারো কারো বায়োগ্র্যাফিতে নানা রঙ, নানা বর্ণের ইজম থাকে, সে-সব কোলাজের ভাষা
মাটি শুষে নেয়, প্রকৃতি শুষে নেয়

একটা প্রস্তুতি আছে জীবনকে দেখার
দূরের ক্যানভাসে ফেলে আলো ছড়িয়ে দিলে
দেখা যায়, বেশ লাগে!

প্রত্যেকেরই একটা বায়োগ্র্যাফি আছে
ন্যূন, অন্যূন
প্রকৃতি ধরে রাখে সে-সব
কেউ যখন থাকে না, কেউ যখন চলে যায়
কোলাজগুলো আসে, গ্রাফিতিগুলো আসে
পৃথিবীতে মানুষ এভাবেই চিহ্ন রেখে যায়!

 

ভুলগুলো

যে ভুলে যায় সে ভাল
যে ভুলে না সেও ভাল

একে অন্যের মাঝে ভুল এসে ভোলে যায়
ভুলে থাকা ভাল ভোলে যাওয়াও ভাল।

আমার ভুলের পৃথিবী
ভুলে ভুলেই জীবন ভোলালো।

ভালবাসা ভালবাসা ছিল না ভাল কোনোদিন
যে পায়নি যাকে পায়নি সেও জাগেনি কোনোদিন

গুঞ্জনে গুঞ্জনেই কেটে যায় দিন
অজস্র আরোপিত সময়
অজস্র ভেকধারী নিত্য-অনিত্যের মুরারি
শুধু চেয়ে দেখি, অরূপেরে, কোনো এক
অকৃত্রিম আঁধার, জ্বালায় বাঁশি
বুকের আগুনে! সুরে-অসুরে

যেমন, মোহক নদীর বাঁক এসে ঘুরে যায়
যেমন, ঘুমহীন দীর্ঘ, দীর্ঘতর রাত!

ভুলও একদিন ভুলের মাহাত্ম্য ভোলে
ভালবেসে যায়!

RELATED ARTICLES

Most Popular