Homeসাহিত্যরবিয়াণীগোধূলি বেলা

গোধূলি বেলা

✍️কলমে: ব্রততী পরামাণিক

দিনের শেষান্তে দিনবেলার কাজ শেষ
প্রাণীরাও ঘরে ফেরে গোধূলি বেলায়
জানে এবার বিশ্রাম নেবার পালা
শুরু এবং শেষ, আবারও শুরু শেষের আশে
বিষন্নতায় নিস্তেজ সূর্যের রক্তিম আভা
আর একটি দিনের অপেক্ষায় ফিরে চলা
জন্ম-মৃত্যর বৃত্তে জীবনের পরিধি
শেষবেলা নামে গোধূলি বেলায়
অক্ষমতায় শরীর দেয় সমস্তরকম জবাব
মেনে নিতে হয় এবার যাবার বেলা শুরু
শেষ বিদায়ের ঘন্টাধ্বনি প্রখর ভাবে কানে আসে
স্মৃতিচারণে হেসে-কেঁদে ভুলে থাকা
কখনও বা অবুঝ শিশুর মতো
বাসনাগুলো মাথাচাড়া দেয়
মায়াবন্ধনগুলো জড়িয়ে ধরে বেঁধে রাখতে চায়
বড্ডবেশি কাতরতায় ভারাক্রান্ত মন
গোধূলি লগ্নে একেএকে ঝাপসা হতে থাকে দৃষ্টি
পড়ন্ত বেলায় পৃথিবীর রূপ,রস, গন্ধের আস্বাদ
মধুময়তায় ঢেকে দেয় জীবনের বিস্বাদ।

RELATED ARTICLES

Most Popular