Homeসাহিত্যরবিয়াণীনিজের শহর বলে কিছু নেই - ১৭

নিজের শহর বলে কিছু নেই – ১৭

✒️কলমে: স ম তুহিন
————————————

তিন ঢোঁকে একটু আধটু পা টলে /
দু এক পা হাটলে আরো দু ঢোঁক, তারপর… আর না। /
কবিতার কসম কবিতা তখনো আমায় ছেড়ে যায় না /

তখনও আমার মনে থাকে /
‘মোড় বেঁকানোর সময়, মোটরগাড়ি একটু আস্তে চালানো উচিত’ /
তখনও আমার মনে পড়ে, ভাস্কর চক্রবর্তী যেদিন মরে গেল /
সেদিন আমার বয়স কত? ফাঁকা রাস্তার ধারে দাঁড়িয়ে বলেছিলাম, /
‘আমাদের স্বর্গ নেই স্যারিডন আছে’/
বলেছিলাম, ‘আমি শালা ভিখারির চেয়েও ভিখারি’ আর /
‘শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব’/

কোনো কোনো দিন দিনটা হেসে ওঠে, /
সেরকম দিনে অসতর্ক হলেও কিছু এসে যায় না! /
তেমনি এক দিনে ঝাঁপিতে আটকে ছিলো অন্ধকার আর সবুজ ঘাস /
আমি সেই সবুজ ঘাসে রোদ লাগাতে চেয়েছিলাম- /

কৃষ্ণচুড়ার রঙে আঁকা ভোরের আকাশে /
প্রজাপতি উড়ছে আর বলছে, তোমার নিজের শহর বলে কিছু নেই-

RELATED ARTICLES

Most Popular