✍️কলমে: ড.নির্মল বর্মন-ডি.লিট
কবিতার সংকটে পাঠক জড়ো হয়
কিন্তু তারা কেউই শব্দ চিনে না
বহুকাল ধরে জোড়াতালি দিয়ে কবিতার
মতো
কিছু লক্ষ্য শূন্য স্তব,যা মুদ্রিত ফর্মা বা অক্ষরে
কবিতার সংকটে পাঠক উৎসবের গন্ধ পায়
কবিতার কি এসবের মাথা ব্যথা
সে শুধু চেয়ে থাকে উজ্জয়িনী পুরে
যারা ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছে
বঞ্চনায়,চিত্রকল্পে,উপমায়
তারা এখন কোথায় ?
কল্পনা কোথাও পৌঁছাতে পারে না
পাঠকের ভিড় জমে ওঠে কবিতার বিদায়ে…।
নন্দকুমার,পূর্ব মেদিনীপুর,
9679734591,