Homeসাহিত্যরবিয়াণীভালোবাসা– মরণের ছুতো

ভালোবাসা– মরণের ছুতো

✍️কলমে: মণিশঙ্কর

সন্ধ্যাকোলে শুয়েছে বিষাদ–
ঊষালগ্নের উচ্ছ্বাসে
আপত্তি থাকে না যেসব
কলঙ্কদের, তাদের মতো
তোমার কারুহৃদয়
জেনেছিল, বৃক্ষ মানে
চুপে ছড়ানো গরল–
মাটিতে– শেকড়ে! গুল্মদের
অসহায় লাশ নাইট্রোজেন
দেয় নিজের অজান্তে!

কিংবা তাও নয় তথাগত–
প্রথাগত উঠোন ডিঙিয়ে
মাড়ুলিভোরের ভার দিয়ে
সাজিয়েছো ইমারত!
কামরাঙাভোর পেরিয়ে দেখি,
বিলদের সবটুকু রস নিয়ে
মরমিয়া সেজেছে সাগর!

তবু দ্যাখো এ গুল্মসিরিজ,
কঙ্কালে কঙ্কাল গাঁথে–
মরণের ছুতো খোঁজে;
হাতে হাতে বিলায় বন্ধুতা…

RELATED ARTICLES

Most Popular