Homeএখন খবরদিঘার সমুদ্রে ডুবছে গৃহবধূ দেখেই ঝাঁপ নুলিয়ার, প্রানে বাঁচলেন মহিলা

দিঘার সমুদ্রে ডুবছে গৃহবধূ দেখেই ঝাঁপ নুলিয়ার, প্রানে বাঁচলেন মহিলা

নিজস্ব সংবাদদাতা: জীবন শেষ করে দেওয়ার জন্য ঝাঁপ দিয়েছিলেন কিন্তু এক নুলিয়ার তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেয়ে গেলেন গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনার স্বাক্ষী রইল দিঘার সৈকত। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ দিঘা হাসপাতালে চিকিৎসাধীন। ভর দুপুরে পুরোনো দিঘার ২নম্বর ঘাটে এমনই রক্ষাকর্তার ভূমিকা নিলেন এক নুলিয়া।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম সঙ্গীতা করণ। তাঁর বাড়ি দিঘা থানার বাঁশবনি গ্রামে। পরিবারিক অশান্তির পর বাড়ির নজর এড়িয়ে সঙ্গীতা চলে আসেন সৈকতে । তারপর নেমে যান সমুদ্রে। বেশকিছুটা যাওয়ার পর উত্তাল সমুদ্র যখন তাঁকে গ্রাস করে নিয়েছে তখনই টনক নড়ে কর্তব্যরত নুলিয়ার। সংগে পুলিশ কর্মীরাও ছিলেন। ওই নুলিয়া ঝাঁপ দিয়ে আত্মহত্যারত গৃহবধূকে দ্রুত সমুদ্র থেকে উদ্ধার করে আনে তাঁকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। সেখানে বর্তমানে সঙ্গাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে। এই ঘটনায় সঙ্গীতার বাড়ির তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদিও দিঘা পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। কর্তব্যরত নুলিয়া জানান, ‘একলা সমুদ্রে নামার সময় সন্দেহ হয়েছিল, পোশাক আশাকও পর্যটকের মত ছিলনা কিন্তু মহিলা বলে সংকোচে কিছু বলতে পারিনি। অনেকে এমনিই চান করে। তবে নজরে রেখেছিলাম। নিজেকে সমুদ্রে ছেড়ে দিচ্ছেন বুঝতে পেরেই ঝাঁপিয়ে পড়ি। 

RELATED ARTICLES

Most Popular