ওয়েব ডেস্ক : রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে, ফলে উত্তরবঙ্গ ভাসলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। যাও দু-এক পশলা বৃষ্টি পড়ছে তাতে গরম ক্রমশ বেড়েই চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনু্যায়ী, দিনভর দফায় দফায় বৃষ্টি হবে কিন্তু বাতাসে আদ্রতা বেশি থাকায় তাতেও স্বস্তি মিলবে না রাজ্যবাসীর। ফলে বর্ষার মরশুমেও সে অর্থে স্বস্তি পাবে না রাজ্যবাসী। তবে দক্ষিণবঙ্গে গরম বাড়লেও। উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টি হয়েই চলেছে৷ এর জেরে ইতিমধ্যেই বন্যা দেখা দিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ উত্তর ওড়িশার দিকে সরছে। এর জেরে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ওড়িশার নিম্নচাপ এলাকা দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করছে। ফলে দফায় দফায় বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনু্যায়ী, সোমবার সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দিনভর কয়েক দফায় বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে। পাশাপাশি চলতি সপ্তাহের বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি যতই হোক, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থেকে রেহাই নেই রাজ্যবাসীর।
রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫° সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৭° সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮১ থেকে ৯৭% যা অনেকটাই বেশি। অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনু্যায়ী, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি চলতি সপ্তাহের বুধবার থেকেই বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পংয়ে। বৃহস্পতিবার থেকে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায়।