Homeএখন খবরবুলবুল বিদ্ধস্ত ৩০টি গ্রামের পাশে স্কুল পড়ুয়ারা, টিফিনের পয়সা বাঁচিয়ে তুলে দেওয়া...

বুলবুল বিদ্ধস্ত ৩০টি গ্রামের পাশে স্কুল পড়ুয়ারা, টিফিনের পয়সা বাঁচিয়ে তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী

নিজস্ব সংবাদদাতা: নজির তৈরি করল দক্ষিন ২৪পরগনার মথুরাপুর থানা এলাকার কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলের পড়ুয়ারা। এনএনসি , এনএসএস ও কিশোরবাহিনীর সদস্য সদস্যা ওই পড়ুয়ারা নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে বুলবুল বিদ্ধস্ত কয়েক’শ পরিবারের হাতে তুলে দিল কম্বল , তার্পোলিন, শীতবস্ত্র সহ প্রায় পঞ্চাশ হাজার টাকার ত্রাণ সামগ্রী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার বিদ্যালয়ের রবীন্দ্র অডিটোরিয়ামে মথুরাপুর-১ ব্লক এলাকার এর নালুয়া ,লালপুর, কৃষ্ণচন্দ্রপুর প্রভৃতি গ্রামগুলির ক্ষতিগ্রস্থ পরিবার গুলির সদস্য সদস্যাদের হাতে ওই সামগ্রী তুলে দেওয়া হয়।  ছাত্রছাত্রীদের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও। সাহায্যের হাত বাড়িয়ে দেন রায়দীঘি মুক্তি স্বেচ্ছাসেবী সংস্থা ও জয়নগর প্রসেনজিৎ ফ্যান ক্লাব।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদ্যালয়ের এক ছাত্রী স্নেহা নাটুয়া বলে, ”আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পড়াশুনার পাশাপশি সামাজিক দায়বদ্ধতার কথাও শিখেছি। জেনেছি অনেকে মিলে কিছু কিছু সাহায্য করলে তা অনেক বড় সমস্যার সমাধান করতে সক্ষম। আমরা সেই চেষ্টাই করেছি।”
                
 বিদ্যালয়ের এক কৃতী ছাত্র অঙ্কন মাইতি বলে , ” আমরা আমাদের সাধ্যমত ওনাদের পাশে দাঁড়ালাম। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে একেকটি পরিবারকে নিঃস্ব করে দেয় । আমরা তার কিছুটা পূরন করার চেষ্টা করেছি।এটা আমাদের কর্তব্য।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি বলেন, ”আমাদের ছাত্রছাত্রীরা সামাজিকভাবে দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। এই অভ্যাস আগামী দিনেও সমাজকে আরও অনেক কিছু দিতে পারবে এই প্রত্যাশা করি। আমরা খবর পেয়েছি অনেকের পড়ার সামগ্রীও ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলি যাতে ওদের হাতে তুলে দিতে পারি তারও উদ্যোগ নেওয়া হচ্ছে।” 

RELATED ARTICLES

Most Popular