Homeরাজ্যবাংলায় 'গোষ্ঠী সংক্রমণ' স্বীকার করে প্রতি সপ্তাহে দুদিন রাজ্যজুড়ে লকডাউনের ঘোষণা নবান্নের

বাংলায় ‘গোষ্ঠী সংক্রমণ’ স্বীকার করে প্রতি সপ্তাহে দুদিন রাজ্যজুড়ে লকডাউনের ঘোষণা নবান্নের

ওয়েব ডেস্ক : ‘বাংলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে’ এবার কার্যত সে কথাই মেনে নিলেন পশ্চিমবঙ্গ সরকার৷ সে অনুযায়ী সোমবার নয়া লকডাউন নীতির কথা ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। জানা গিয়েছে, চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। তবে শুধুমাত্র চলতি সপ্তাহেই নয় সংক্রমণ রুখতে আপাতত এই লকডাউন প্রক্রিয়া চলবে আগস্ট মাস পর্যন্ত৷ তবে কোন সপ্তাহে কবে লকডাউন হবে তা এই মূহুর্তেই ঘোষণা করা হয়নি৷ প্রতি সপ্তাহে সাংবাদিক বৈঠক করে নবান্নের তরফে ঘোষণা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে এদিন একটি ইন্টিগ্রেটেড হেল্প লাইন নম্বরও চালু করল রাজ্য সরকার।

সরকারি-বেসরকারী অফিস খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই বহু মানুষ বাসে অটোতে করে নিজের গন্তব্যে পৌঁছাচ্ছেন প্রতিদিন। যেহেতু বর্তমানে আক্রান্তদের বেশিরভাগটাই উপসর্গহীন সেহেতু প্রতিদিনই রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে কোনওভাবেই সংক্রমণে লাগাম পড়ানো যাচ্ছে না। প্রতিদিন রাজ্যে যেভবে আক্রান্তের সংখ্যা বেড়েছে, তা দেখে বিশেষজ্ঞরা আগেই ‘গোষ্ঠী সংক্রমণ’এর আশঙ্কা করেছিলেন। গত ২দিন আগে কেরল ও স্বীকার করেছেন গোষ্ঠী সংক্রমণের কথা৷ কিন্তু বাংলা সে কথা মানতে নারাজ৷ রবিবারও এই দাবি উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায়। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রীতিমতো ভোল বদলালেন স্বরাষ্ট্রসচিব। সোমবার ‘গোষ্ঠী সংক্রমণ’এর কথা স্বীকার করে নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

তবে তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। রবিবারই প্রশাসনের তরফে বলা হয়েছিল, গোটা রাজ্যে লকডাউন করার পরিস্থিতি এখনও আসেনি। তবে জেলাশাসক চাইলে কনটেনমেন্ট জোন করে এলাকাভিত্তিক লকডাউন করা হবে। কিন্তু রাজ্য সরকারের এহেন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আচমকা সপ্তাহে দুদিন করে গোটা রাজ্যে লকডাউনের ঘোষণা করায় সম্পূর্ণ বিপরীতমুখী সিদ্ধান্ত অনেকে কটাক্ষ করেছে। আপাতত আগস্ট মাস অবধি এই নিয়ম চলবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ও কলকাতার সিপি বৈঠকে বসেছিলেন। সেখানে বিভিন্ন বিশেষজ্ঞদের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দুদিন করে লকডাউন করা জরুরী। এরপরই এই সপ্তাহে কবে কবে লকডাউন হবে তা ঘোষণা করা হয়। একইসঙ্গে জানানো হয় আগামী সপ্তাহে বুধবারও লকডাউন থাকবে গোটা রাজ্যে। তবে ওই সপ্তাহে বুধবার ছাড়া আর কোনদিন লকডাউন হবে, তা আগামী সোমবার জানানো হবে। আপাতত ২৯ জুলাই অবধি লকডাউনের দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব।

এছাড়া এদিন সাধারণ মানুষের সুবিধার্থে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বরও চালু করল রাজ্য। নম্বরটি হল ১৮০০-৩১৩-৪৪৪-২২২। এছাড়া টেলি মেডিসিনের জন্য ০৩৩-২৩৫৭-৬০০১ নম্বরটিতে ফোন করা যাবে। পাশাপাশি অ্যাম্বুল্যান্স পরিষেবার জন্য ০৩৩ ৪০৯০ ২৯২৯ নম্বরে ফোন করা যাবে। ইন্টিগ্রেটেড নম্বরটিতে ফোন করলে করোনার উপসর্গ জানালে চিকিৎসার ব্যবস্থা করবে রাজ্য। পাশাপাশি সেফ হোম, হাসপাতালে ভরতি হওয়ার বিষয় বিস্তারিত তথ্য এই নম্বরে ফোন করলেই মিলবে।

RELATED ARTICLES

Most Popular