Homeএখন খবরমদের ঠেকের জন্যই মৃত্যু ব্যক্তির, কোলাঘাটে মহিলারাই ভাঙচুর চালালো মহিলারা

মদের ঠেকের জন্যই মৃত্যু ব্যক্তির, কোলাঘাটে মহিলারাই ভাঙচুর চালালো মহিলারা

নিজস্ব সংবাদদাতা: মদের ঠেকের পাশেই উদ্ধার ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ। ক্ষোভে এলাকার মদের ঠেকে ঠেকে ভাঙচুর চালালো মহিলারা। রবিবার পুর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কাচরোল গ্রামের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। উত্তেজিত গ্রামবাসীদের শান্ত করতে ছুটে আসতে হয় পুলিশকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার সকালে কাচরোল গ্রামের রাস্তার ধারে খালের উপর এক উদ্ধার হয় সত্যচরন পাঁজা নামে এক মধ্য বয়স্ক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা।  ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে চলছে বেআইনি মদের ঠেক আর সেই ঠেকের কারণেই এলাকায় বিভিন্ন ধরনের উপদ্রব বেড়েই চলেছে। ঘরে ঘরে অশান্তি , ঝগড়া ঝাটি, পরিবারে অর্থনৈতিক সংকট ইত্যাদি চলছে। মদ খেয়ে অকালমৃত্যুর ঘটনাও ঘটছে।  রাস্তাঘাটে মদ্যপদের উপদ্রবে চলা ফেরা করাই দায় হয়ে পড়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কোলাঘাট বিট হাউস থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে মৃতদেহ সংগ্রহ করতে এলে পুলিশকে ঘিরে চলে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশের সঙ্গে বচসা চলার মধ্যেই ক্ষিপ্ত গ্রামবাসীরা এক চোলাই কারবারি বাড়িতে ও একাধিক মদের ঠেকে ভাঙচুর চালায়।  পরে পুলিশি আশ্বাসে শান্ত হয় এলাকার গ্রামবাসীরা, এরপর পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

RELATED ARTICLES

Most Popular