নিজস্ব সনবাদাতা: এক দিনের বিরতি দিয়ে ফের যেন টেস্ট ম্যাচ খেলতে নামল বর্ষা। এবার অন্তত চার দিন ভারি ব্যাট করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে যে বর্ষা জোর কদমে বুধবার অবধি দক্ষিনবঙ্গ জুড়ে দাপানোর কথা তারই ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে খড়গপুর ও মেদিনীপুরে। শুক্রবারের পর শনিবার দুপুর পর্যন্ত রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা ১টার পর থেকে কালো মেঘে ছেয়ে যায় আকাশ। মুষল ধারে বৃষ্টি শুরু হয়ে যায় খড়গপুরের বাংলো সাইড থেকে ইন্দা, কৌশল্যা, মালঞ্চ, খরিদা এলাকায় ব্যাপক বৃষ্টি হয় দফায় দফায়। যদিও এই সময় শহরের দক্ষিন অংশ অর্থাৎ ঝাপেটাপুর থেকে শুরু করে প্রেমবাজার, তালবাগিচা এলাকায় কোনও বৃষ্টি হয়নি। দক্ষিনের এই এলাকায় ঘন মেঘের সঞ্চার হয় তিনটার পর এবং বৃষ্টি হয়েছে চারটা থেকে। তবে চারটার পর থেকেই দুই শহরের মাথার ওপর ছেয়ে রয়েছে ঘন মেঘ।
এদিন অর্থাৎ শনিবার ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঘন মেঘ ঝাঁপিয়েছে মেদিনীপুর শহরে। বিকাল ৫টা নাগাদ মাঝারি ধাঁচে বৃষ্টি শুরু হয়। যদিও সেই বৃষ্টি বেশিক্ষন স্থায়ী হয়নি কিন্তু প্রায় ঘন্টা জুড়ে চলেছে তীব্র বজ্রপাত আর মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি। বারংবার গর্জে ওঠা মেঘ কানে তালা ধরিয়েছে দুই শহরের বাসিন্দাদের। এসব কিছুকেই রবিবার থেকে শুরু হওয়া ভারি বর্ষনের আগাম লক্ষণ বলেই জানিয়েছেন আবহাওয়া বিদরা। অর্থাৎ রবিবার দক্ষিনবঙ্গের সঙ্গে ভিজতে চলেছে দুই শহরই। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ভারি বর্ষন বহাল থাকবে মঙ্গলবার অবধি। বুধবারে গিয়ে এই বৃষ্টি কমতে পারে। তবে অতিবৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও বাড়ছে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার ও সোমবার নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে ২৪-এর পর থেকে ২৬ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। নিম্নচাপ ছাড়াও দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখাও অবস্থান করছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আর তার ফলে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা।
সাধারন মানুষের পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার কারণে সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে ২৪ ও ২৫ অগাস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার যে ভারি বৃষ্টি হয়েছিল তার দরুন পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা ও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকায় নদীর উপচে পড়া জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে। ঘাটালের ১২টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া ফের বৃষ্টি বন্যার ভ্রুকুটি হয়ে নেমে আসতে চলেছে জলমগ্ন এলাকা গুলিতে।