Homeএখন খবরসারা দেশে ৬৬০টি স্পেশাল ট্রেন চালু করল রেল ! দেখে নিন খড়গপুর,...

সারা দেশে ৬৬০টি স্পেশাল ট্রেন চালু করল রেল ! দেখে নিন খড়গপুর, হাওড়া, সাঁতরাগাছি সহ কোথায় কোথায় দাঁড়াবে সেই ট্রেন, দেখে নিন কোচের সংখ্যা, ছাড়ার সময়

As the second wave of the Corona subsides, the interest in meeting people's urgent needs grows. Some will have to return to the old profession, some will go for treatment, some will keep their vows to the gods and goddesses. To meet those needs, the railways launched 70 special trains across the country. In line with this, several special trains are going to be launched for the South Eastern Railway. Although several trains were started from Howrah in the middle of the unlock phase, those special trains were also stopped as soon as the second wave of Kovid hit. We are keeping detailed information of some such trains so that the people of Howrah-Kharagpur branch can know when the trains will leave, where they will stop and what the benefits will be. Remember that all the seats in the special train are reserved. You cannot board this train without advance reservation.

নিজস্ব সংবাদদাতা: করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হওয়ার সাথে সাথে মানুষের জরুরি প্রয়োজনগুলো মেটানোর স্বার্থ বড় হয়ে উঠছে। কাউকে ফিরতে হবে পুরানো পেশায়, কেউ যাবেন চিকিৎসা করাতে কেউ আবার দেবদেবীর কাছে মানত রক্ষায়। সেই সব চাহিদা মেটাতে দেশ জুড়ে ৬৬০টি স্পেশাল ট্রেন চালু করল রেল। তারই সঙ্গে সঙ্গতি রেখে দক্ষিণ পূর্ব রেল চালু করতে চলেছে বেশ কিছু স্পেশাল ট্রেন। হাওড়া থেকে মাঝে আনলক পর্বে বেশ কিছু ট্রেন চালু হলেও কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথেই সেইসব স্পেশাল ট্রেনও বন্ধ হয়ে গেছিল। আমরা সেরকমই কয়েকটি ট্রেনের বিস্তারিত তথ্য আমরা রাখছি যাতে হাওড়া-খড়গপুর শাখার মানুষ জানতে পারেন ট্রেনগুলি কখন ছাড়বে, কোথায় দাঁড়াবে এবং কী কী সুবিধা থাকবে। মনে রাখতে হবে স্পেশাল ট্রেনের সমস্ত আসনই সংরক্ষিত। আগাম রিজার্ভেশন ছাড়া এই ট্রেনে ওঠা যাবেনা।

কোভিড পরিস্থিতির উন্নতির সাথে সাথেই যেমন মহারাষ্ট্র গামী ট্রেন চালু হচ্ছে তেমনি দক্ষিণ ভারত গামী কয়েকটি ট্রেনও চালু হতে চলেছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে ০২৪৯২ সাঁতরাগাছি পুনে স্পেশাল ০২৪৬৯ হাওড়া যশবন্তপুর স্পেশাল প্রতি মঙ্গলবার চলবে। এছাড়াও প্রতি শুক্রবার ০২৪৪৯ শালিমার সেকেন্দ্রাবাদ স্পেশাল চালু হতে চলেছে। ০২৫৯৪ হাওড়া সাইনগর শিরডি স্পেশাল চালু হতে চলেছে প্রতি বৃহস্পতিবার।এছাড়াও ০২৫১৬ শিলচর কোয়েম্বাটুর স্পেশাল ট্রেন ২২ তারিখ থেকে চালু হচ্ছে। রেল সূত্রে জানা যাচ্ছে যাত্রীদের চাহিদার ওপর নির্ভর করে আগামী দিনে আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে বেশ কিছু স্পেশ্যাল ট্রেন চালু হলেও এখনো পর্যন্ত লোক্যাল ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রেল সূত্রে জানা গিয়েছে এবিষয়ে সমস্ত সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে। তবে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে রেলের পেট্রলিং স্পেশাল ট্রেনে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি ব্যাংক এবং অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের পরিচয় পত্র দেখিয়ে মান্থলি টিকিট কেটে ভ্রমনের অনুমতি দিয়েছে রেল। ফলে এখনই লোকাল ট্রেন চালুর সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

02449 শালিমার সেকেন্দ্রাবাদ স্পেশাল
শালিমার- 12:20 PM
খড়গপুর- 2:09 PM
সেকেন্দ্রাবাদ- 1:53 PM
কোচ ২০টি জেনারেল ক্লাশ ( সংরক্ষিত)
যে স্টেশনে দাঁড়াবে (Stoppage) সাঁতরাগাছি (Santragachi), খড়গপুর (Kharagpur), বালেশ্বর (Balasore), ভদ্রক (Bhadrak), কটক (Cuttack), ভুবনেশ্বর(Bhubaneswar) খুড়দা রোড (Khurda Road), বেরামপুর (Brahmapur), পলাসা (Palasa), বিজয়নগর (Vizianagaram, বিশাখাপত্তনম (Visakhapatnam), রাজমুন্দ্রি(Rajamundry), এলুরু(Eluru), ওয়ারেঙ্গেল (Warangal)

02469 হাওড়া যশবন্তপুর
হাওড়া- 12:40 PM
খড়গপুর- 2:20PM
যশবন্তপুর- 8:40PM
কোচ: ১৬ স্লিপার ক্লাশ, ৪ জেনারেল ক্লাস (সবই সংরক্ষিত) যে স্টেশনে দাঁড়াবে (Stoppage) খড়গপুর (Kharagpur), বালেশ্বর (Balasore), ভদ্রক (Bhadrak), কটক (Cuttack), ভুবনেশ্বর(Bhubaneswar) খুড়দা রোড (Khurda Road), বেরামপুর (Brahmapur), পলাসা (Palasa), শ্রীকাকুলাম রোড (Srikakulam Road) বিজয়নগর (Vizianagaram, বিশাখাপত্তনম (Visakhapatnam), বিজয়ওয়াড়া (Vijayawada), রেনিগুনটা (Renigunta), কাটপাডি (Katpadi) এবং কৃষ্ণরাজাপুরম (Krishnarajapurm)

02492 সাঁতরাগাছি-পুনে-সাঁতরাগাছি স্পেশাল
সাঁতরাগাছি- 11:25 PM
খড়গপুর- 1:05 AM
পুনে- 9:05 AM
কোচ: ১৪টা স্লিপার ক্লাশ, ৪টা জেনারেল ক্লাশ ( সবটাই সংরক্ষিত)                                                                        যে স্টেশনে দাঁড়াবে (Stoppage) খড়গপুর (Kharagpur), টাটানগর (Tatanagar), চক্রধরপুর (Chakradharpur), রাউরকেল্লা (Rourkela), ঝাড়সুগদা (Jharsuguda), বিলাসপুর (Bilaspur), রাইপুর(Raipur), দুর্গ (Durg), গোণ্ডিয়া (Gondia), নাগপুর (Nagpur), ওয়ার্ধা (Wardha), বাদনেরা (Badnera), আকোলা (Akola), ভুশুওয়াল (Bhusaval) আহমেদনগর (Ahmedngar) দাউন্ড (Daund)

02594 হাওড়া-সাইনগর,শিরিডি (Howrah-Sainagar shiridi)
হাওড়া – 12:35 PM
খড়গপুর – 2:15 PM
শিরডি- 7:10 PM
কোচ থাকছে: একটি টু-টায়ার এসি, ৩টি থ্রি-টায়ার এসি, ৮টি স্লিপার ক্লাশ, ৫টা জেনারেল ক্লাশ
যে স্টেশনে দাঁড়াবে (Stoppage) খড়গপুর (Kharagpur), টাটানগর (Tatanagar), চক্রধরপুর (Chakradharpur), রাউরকেল্লা (Rourkela), ঝাড়সুগদা (Jharsuguda), বিলাসপুর (Bilaspur), রাইপুর(Raipur), দুর্গ (Durg), গোণ্ডিয়া (Gondia), নাগপুর আকোলা (Akola), ভুশুওয়াল (Bhusaval), মানমাদ (Manmad ), কোপারগাঁও (Kopargaon)

RELATED ARTICLES

Most Popular