নিজস্ব সংবাদদাতা: সেই ভিডিওটা এখনও বাজারে বিশেষ করে স্যোশাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। ২০১৪তে লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী পদ প্রার্থী নরেন্দ্র মোদি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাস নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমন করে বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে সব কিছুর দাম কমিয়ে দেবে। বাস্তবটা বরং বিপরীত গত ৬ বছরে ওই তিনটি জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যেন দুর্বিসহ করে তুলেছে মধ্যবিত্তের জীবনকে। দিল্লির নির্বাচন মিটতেই ফের সেই অভিজ্ঞতাই হল আমজনতার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। দিল্লি, মুম্বইয়ে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বাড়ছে যথাক্রমে ১৪৪.৫০ এবং ১৪৫ টাকা। অন্য দিকে, কলকাতা ও চেন্নাইয়ে বাড়ছে ১৪৯ ও ১৪৭ টাকা। এই নিয়ে টানা ছ’বার দাম বাড়ল গ্যাসের। ২০১৯-এর জুলাইয়ে শেষ বার কমেছিল ভর্তুকিহীন গ্যাসের দাম।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার পর্যন্ত দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল যথাক্রমে ৭১৪, ৭৪৭, ৬৮৪.৫০ এবং ৭৩৪ টাকা। গত অগস্ট থেকে দিল্লি ও মুম্বইয়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৮৪ এবং ২৮৩ টাকা। পাশাপাশি, এ মাসের শুরুতেই দাম বেড়েছে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারেরও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রতি মাসে গ্যাসের দাম খতিয়ে দেখে পেট্রোলিয়াম সংস্থাগুলি। বর্তমানে পরিবার পিছু বছরে ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দেয় সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভর্তুকি বাড়িয়ে দেয় সরকার। আবার দাম কমলে কমে যায় ভর্তুকি। যদিও বিশেষজ্ঞদের বক্তব্য, দাম বাড়ানোর সিদ্ধান্তটা নেওয়া হয়েই ছিল খালি দিল্লির নির্বাচনকে মাথায় রেখেই প্রক্রিয়া থমকে ছিল।