Homeএখন খবরকোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ইতিহাসে নজির বিহীন ঘটনা, বিকল সব ইউনিটই , আধঘন্টা...

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ইতিহাসে নজির বিহীন ঘটনা, বিকল সব ইউনিটই , আধঘন্টা প্রকল্পই ডুবল অন্ধকারে

নিজস্ব সংবাদদাতা : স্মরণাতীত কাল তো বটেই প্রকল্প তৈরির পরে এমন ঘটনা ঘটেছে এমনটা কেউ মনে করতেই পারছেন না। একসাথে ৬টা ইউনিট বিকল হয়ে পুরোপুরি অন্ধকারে  ডুবে গেল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও তার সংলগ্ন এলাকা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনেকেই বলছেন আটের দশকে তৈরি হওয়া এই  তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্মলগ্নের পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। জানা গেছে এদিন সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ  তাপবিদ্যুৎ কেন্দ্রর  পুরোপুর অন্ধকারে ঢেকে যায়। প্রায় আধঘন্টা পর আলো ফিরে আসে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের মোট পাঁচটি ইউনিট এর মধ্যে একটি ইউনিট আজ সকাল থেকেই চলছিল। আর সেই ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল রাজ্যজুড়ে। যে কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাইভোল্টেজ ট্রান্সফরমারে যথেষ্ট চাপ তৈরি হয়। আর সেই চাপ সহ্য না করতে পেরে উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি ব্লাস্ট করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে কারণেই বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎকেন্দ্রের রাজ্যজুড়ে সমস্ত বিদ্যুৎ বন্টনের কাজ।এই আপৎকালীন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রকল্পের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট থেকে বিদ্যুৎ এনে ঘাটতি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ বিষয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, একটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ বন্টন করার কারণে ট্রান্সফরমারের ব্যাপক চাপ পড়ায় তা ব্লাস্ট করে। পরে যুদ্ধকালীন তৎপরতায় সেই ট্রান্সফর্মার সরানো হয়েছে। আধ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ বন্টন এর কাজ স্বাভাবিক হয়েছে।

RELATED ARTICLES

Most Popular