Homeএখন খবরদ্য খড়গপুর পোষ্টয়ে সংবাদ প্রকাশ হতেই সক্রিয় পুলিশ, সবংয়ে 'হাঙ্গামা' বন্ধ করতে...

দ্য খড়গপুর পোষ্টয়ে সংবাদ প্রকাশ হতেই সক্রিয় পুলিশ, সবংয়ে ‘হাঙ্গামা’ বন্ধ করতে রাতেই অভিযান

সোমবার রাতেই কৃষ্ণপলাশী গ্রামের মাঠে পৌঁছাল পুলিশ 

নিজস্ব সংবাদদাতা: সবংয়ের কৃষ্ণপলাশী গ্রামের মেলায় উদ্দাম অশ্লীল নৃত্য ‘হাঙ্গামা ড্যান্স’ বন্ধ করে দিল পুলিশ। সোমবার রাত ১০টা নাগাদ নওগাঁ গ্রামপঞ্চায়েতের কৃষ্ণপলাশী গ্রামের মেলায় অভিযান চালায় পুলিশ এবং মেলার উদ্যোক্তাদের জানিয়ে দেয়, অবিলম্বে এই নাচের অনুষ্ঠান বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে ডি.জে। প্রথমে পুলিশের কথায় কর্নপাত করতে চায়নি কর্মকর্তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপরই পুলিশ কঠোর অবস্থান নিয়ে জানিয়ে দেয়, রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা,  যদি অনুষ্ঠান বন্ধ না করা হয় তবে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন তাঁরা কারন সরাসরি বিষয়টা দেখছে উঁচু তলার পুলিশ কর্তারা। এরপরই পিছু হটে কমিটি। কিন্তু ওই উদ্দাম নৃত্য দেখতে আসা জনতার একাংশ প্রথমে মাঠ ছেড়ে যেতে রাজি হয়নি। কমিটির তরফ থেকে বারবার ঘোষনা করা হয়, অনিবার্য কারন বশতঃ অনুষ্ঠান বন্ধ করা হল। এরপরই রুদ্রমূর্তি নিয়ে মাঠে নামে পুলিশ, বাধ্য হয়ে গুটিয়ে যায় বিশৃঙ্খল জনতার অংশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য মাঘি পূর্ণিমা উপলক্ষ্যে গত দু’দিন ধরেই মেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল হাঙ্গামা নাচের অনুষ্ঠান। রবিবারের পর সোমবার আরও নগ্ন ‘হাঙ্গামা’র অনুষ্ঠান ছিল। আর সে কারনেই অনুষ্ঠান শুরুর কিছুক্ষনের মধ্যেই কমিটির পক্ষ থেকে ঘোষনা করে দেওয়া হয়, ‘মা বোনেরা এবার বাড়ি চলে যান , আমাদের হাঙ্গামা অনুষ্ঠান শুরু হবে।’ এরপরই ফিরে যেতে শুরু মহিলারা। তারপর শুরু হওয়ার উপক্রম হয় ‘আসল নাচ।’ কিন্তু এরই মধ্যে পৌঁছে যায় পুলিশ কারন ততক্ষনে ‘ দ্য খড়গপুর পোষ্ট’য়ের ভিডিও হাজার হাজার শেয়ার হয়ে ছড়িয়ে পড়েছে। আর সেই খবর পৌঁছে যায় পুলিশের কাছেও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য শুধুই ‘হাঙ্গামা নাচ’ই নয়, রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষাকে সামনে রেখে মাইক বাজানো নিষিদ্ধ করেছে। রাজ্য পুলিশ কঠোর ভাবে জানিয়ে দিয়েছে জেলা পুলিশকে তীক্ষ্ণ নজরদারি করতে হবে। আর মেলার মাইক বাজানোয় চরম অসুবিধায় পড়েছিল কৃষ্ণপলাশী, বেলকি, বাড়কমল, চুরকা সহ বেশ কয়েকটি গ্রামের পরীক্ষার্থীদের। দ্য খড়গপুর পোষ্টয়ের কাছে কমপক্ষে একডজন পরীক্ষার্থী অথবা তাঁদের পরিবারের ফোন আসে কিছু একটা করার আবেদন জানিয়ে। সোমবার রাতেই প্রকাশ হয় খবর। আর তারপরই ছুটে যায় পুলিশ। পুলিশের এই অভিযানে স্বস্তিতে তাঁরা। 

RELATED ARTICLES

Most Popular