Homeরাজ্যউত্তরবঙ্গশিলিগুড়িতে গাঁজা পাচার চক্রের হাত ধরেই প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের রহস্য...

শিলিগুড়িতে গাঁজা পাচার চক্রের হাত ধরেই প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের রহস্য উদ্ধার করল পুলিশ ! আরও অপরাধের খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ ৩ ধৃতকে

নিউজ ডেস্ক: গাঁজা পাচার চক্রের হাত ধরেই প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের রহস্য উদ্ধার করল পুলিশ। জানা যায়, বুধবার শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট হাপতিয়া গছ ব্রিজের কাছে ফাঁসিদেওয়া থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি বাইক সহ তিনজনকে আটক করে। চোপড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে গাঁজা পাচারের চেষ্টা করছিল ওই তিন যুবক।

সেই খবর ফাঁসিদেওয়া থানা পুলিশের কাছে আসা মাত্রই সাদা পোশাকের পুলিশ ফাঁদ পেতে রাখেন। আর সেই পাতা ফাঁদেই ধরা পড়ে যায় তিন যুবক। তাদের গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের নাম রফিক আলম (২১), মোহাম্মদ জামশেদ (২৬), এরা চোপড়ার বাসিন্দা। অপর একজন মোঃ জালাল (৩৫) বারঘরিয়া বাসিন্দা। তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়। ফাঁসিদেওয়া থানায় তাদের নিয়ে আসার পর আরও একটি সূত্রে পুলিশ জানতে পারে বেশ কিছুদিন আগে এলাকায় এক আদিবাসী মহিলা বন্ধন ব্যাংক থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা তুলে বাড়ী ফিরছিল। সেই সময় তারা ওই মহিলার টাকা ছিনতাই করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে তারা এবং তারা এর আগে বহু চুরি-ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে বলেও জানা গিয়েছে। বুধবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর তাদের রিমান্ডে নেওয়ার আর্জি জানানো হয়েছে আদালতের কাছে।

তবে, বিধানসভা নির্বাচনের মুখে সমাজবিরোধীদের আনাগোনা বাড়ছে শহর শিলিগুড়িতে। মদ, গাঁজার পাচার বাড়ছে। সমাজবিরোধীদের ধরতে তৎপর পুলিশও। চলছে অভিযান। শুধু এদিনই নয়, মঙ্গলবারেও ফুলবাড়ী মাডার মোড় এলাকা থেকে বেশ কয়েকটি গাঁজার প্যাকেট উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে এক মহিলাকে আটক করে এলাকাবাসীরা। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এরপর থানায় খবর দিলে পরবর্তীতে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ এসে গাঁজা সমেত ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

এছাড়াও একই দিনে আশিঘড় ফাঁড়ির পুলিশ নিউ পালপাড়া থেকে প্রচুর পরিমাণে কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার করে। জানা যায়, সঞ্জীব ঘোষ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গোডাউন ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে আশিঘড় ফাঁড়ির পুলিশ অভিযান চালায় এবং ঐ ট্যাবলেট ও কাফ সিরাফ উদ্ধার করে। এই ঘটনায় বাড়ীর মালিক সুভাষ পোদ্দারকে আটক করে পুলিশ। তবে এভাবে গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে শিলিগুড়িতে এদিন তিন জন গ্রেপ্তার হওয়ায় নির্বাচনের আগে নতুন করে তৈরী হল আশঙ্কা।

RELATED ARTICLES

Most Popular