Homeএখন খবরলকডাউন বলবৎ করতে গিয়ে অসভ্য জনতার হাতে আক্রান্ত পুলিশ, ভাঙচুর গাড়ি,...

লকডাউন বলবৎ করতে গিয়ে অসভ্য জনতার হাতে আক্রান্ত পুলিশ, ভাঙচুর গাড়ি, তাণ্ডব থেকে বাঁচাতে পালাতে হল পুলিশ

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার হাওড়ার চারটি থানা এলাকায় টোটাল লকডাউনে ঘোষনা করেছিল নবান্ন। আর সেই লকডাউন বলবৎ করতে গিয়ে একদল অসভ্য জনতার হাতে আক্রান্ত হল পুলিশ। লকডাউন মানতে নারাজ ওই জনতা ভাঙচুর করে পুলিশের গাড়ি, টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে এক পুলিশ কর্মীকে পেটাতেও দেখা যায়। দেখা যায় প্রান ভয়ে পুলিশ ছুটে পালাচ্ছে। মঙ্গলবার হাওড়ার এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে অনেকগুলোই। হাওড়ার টিকিয়াপাড়ার এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে আদৌ লকডাউন কার্যকর করতে এতদিন পুলিশ সক্রিয় ছিল কি না !

জানা গিয়েছে, মঙ্গলবার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে দুপুরে পুলিশের টহলদারি হয়। তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু বিকেলের দিকে আচমকা প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। লকডাউন না মেনে রাস্তায় ভিড়। লকডাউন কার্যকর করতে পুলিশ ভিড় সরাতে গেলে আক্রান্ত হয়। পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করা। পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোঁড়া হয়। দুজন পুলিশকর্মী গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ ও র‌্যাফ পৌঁছয় ঘটনাস্থলে। হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বেলিলিয়াস রোড ইতিমধ্যেই হটস্পট জোন। সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। জমায়েত করতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার ফল কেনার জন্য বিকেলে ভিড় জমায় এলাকার মানুষ। বাধা দিলে বচসা শুরু হয় পুলিশের সঙ্গে। তারপরই পুলিশের উপর চড়াও হয় উন্মত্ত জনতা।

ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এর তীব্র নিন্দা করছি। যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে রাস্তায় নেমে কাজ করছেন তাঁদের উপর এমন বর্বরোচিত আক্রমণ মেনে নেওয়া যায় না। পুলিশকে বলব, দোষীদের চিহ্নিত করে যেন গ্রেপ্তার করা হয় এবং কড়া ব্যবস্থা নেওয়া হয়।’ এদিকে, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ঘটনার তীব্র নিন্দা করে পালটা প্রশাসনের গাফিলতিকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর বক্তব্য, ‘প্রথম থেকেই যদি কড়া হাতে লকডাউন কার্যকর করা হত তাহলে এমন দৃশ্য দেখতে হত না। কনেটনমেন্ট জোন ঘোষিত এমন বহু জায়গায় লকডাউন অমান্য করা হচ্ছে। পুলিশের সামনেই রাস্তায় জমায়েত হচ্ছে। পুলিশ দেখেও কিছু করছে না।’
বিরোধীদের একটা অংশ বলছে সংক্রমণ বাড়ছে জেনেও হাওড়াতে লকডাউন ও সামাজিক দুরত্ব বজায় রাখার সবকই শেখায়নি পুলিশ। নির্বিচারেই চলেছে মেলামেশা ও লক ডাউন ভঙ্গ। কিন্তু বিপদ হয়ে যায় কেন্দ্রের দল আসায়। ওই দলটি আগের দিনই হাওড়া এলাকায় ঘুরেছে। তথ্য তুলে দিয়ে জানিয়েছে যেভাবে সংক্রমন বেড়েছে সেভাবে লকডাউন বলবৎ হচ্ছেনা। এরফলে সংক্রমণ আরও বেড়ে যাবে। এরপরই নড়ে চড়ে বসে রাজ্য । হাওড়ার চারটি থানা পুরোপুরি লকডাউন ঘোষনা করা হয় । কিন্তু এতদিনের অভ্যাস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি জনতা। ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের ওপর ।

RELATED ARTICLES

Most Popular