Homeএখন খবরঘন কুয়াশায় আকাশের বিমান আটকে গেল দুর্গাপুর উড়ালপুলের তলায়, তীব্র চাঞ্চল্য এলাকায়

ঘন কুয়াশায় আকাশের বিমান আটকে গেল দুর্গাপুর উড়ালপুলের তলায়, তীব্র চাঞ্চল্য এলাকায়

                
নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন  ধরেই রাজ্য জুড়ে দাপটে ব্যাট করে চলেছে কুয়াশা। শীতের পারদ কিছুটা চড়তেই দাপট বাড়ছে কুয়াশার। রাজ্য এবং জাতীয় সড়কে দৃশ্যমানতা কম হওয়ার কারনে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃত্যুও। আর এরই মধ্যে অবাক করা কান্ড ঘটে গেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর উড়ালপুলের তলায় আটকে গেছে আস্ত একটি বোয়িং বিমান!

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার সাত সকালে আকাশে বিমানকে জাতীয় সড়কে নেমে এসে উড়ালপুলের তলায় আটকে যেতে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায় মানুষ। কানে কানে সেই খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় জমায় জাতীয় সড়কের আশেপাশে ও ফ্লাইওভারের ওপরে। অবস্থা সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে। পরে অবশ্য জানা যায় আকাশ পথে নয়, বিমানটি আসলে আসছিল সড়ক পথেই।

শুক্রবার একটি ট্রাকে চেপে দমদম থেকে বিমানটি রওনা দিয়েছিল যশোর রোড ধরে। এয়ার ইন্ডিয়ার বিমান সেটি। ডাক বিভাগের ভারতীয় ছাপ রয়েছে তাতে। সেটিকে নিয়েই পেল্লাই ট্রাকটি চলেছিল জয়পুরের উদ্দেশে। ঘন কুয়াশার কারনে উড়ালপুলের দৈর্ঘ্য অনুমান করতে না পারায় চালক তাকে ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করায় ফেঁসে যায় সেটি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে, কাছেই পানাগড় ও অন্ডাল বিমানবন্দর রয়েছে। বিমানের ওঠা নামা হয়। তারই একটি হয়ত কুয়াশার কারনে  ভুল করে জাতীয় সড়কে নেমে এসেছে বলে মানুষজন ছোটাছুটি শুরু করে দেয় ও দেখতে ভিড় জমায়।  জানা গেছে সোমবার গভীররাতে ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে একটি ফ্লাইওভারের নিচে আটকে যায় বিমানের মাথা। খুলে যায় বিমানের চাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত, মঙ্গলবার সকালে ক্রেনের সাহায্যে তা জটমুক্ত করার চেষ্টা চলছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভারতীয় ডাক বিভাগের বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। সেটি এয়ার ইন্ডিয়ার বোয়িং। অনেকদিন আগেই বাতিল করা হয়েছিল সেটিকে। একটি বেসরকারি সংস্থাকে বিমানটি বিক্রি করা হয়েছিল। গত শুক্রবারই হ্যাঙার থেকে নামিয়ে সেটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যানুমিনিয়াম নিষ্কাশনের জন্য। কিন্তু যাওয়ার পথে বারবারই বাধা প্রাপ্ত হচ্ছে সেই পেল্লাই বিমান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য তিনদিন আগে ঠিক একই ঘটনা ঘটেছিল দমদম বিমানবন্দর লাগোয়া যশোর রোডে। বিমানবন্দর থেকে রাস্তায় উঠতে গিয়ে বিপত্তি বাধে ট্রাকটি যখন ডিভাইডারে ফেঁসে যায়। মাঝরাতেই যানজট তৈরি হয় যশোর রোডে। হিমশিম দশা হয় পুলিশের। দুটি ক্রেনের সাহায্যে সেখান থেকে তা কোনও ক্রমে বের করে আনা গেলেও যানজট বেড়ে একাকার অবস্থা হয়। এক্ষেত্রেও সামনেই বিমানবন্দর হওয়ায় রানওয়ে থেকে বিমান রাস্তায় চলে এসেছে বলে ভ্রান্তি ছড়ায় জনতার মধ্যে। 

RELATED ARTICLES

Most Popular