নিজস্ব সংবাদদাতা: এক ফুটফুটে শিশুকে বড় করার অঙ্গীকারে দাম্পত্য বন্ধনে আবদ্ধ হলেন দম্পতি যুগল। পুর্ব মেদিনীপুরের এগরা থানার নৈপুর গ্রামের চক্রবর্ত্তী পরিবারের সেই আশ্চর্য বিবাহ ভোজে রক্তের বন্ধনে আবদ্ধ হলেন আমন্ত্রিতরা। এক অনন্য বিয়ের প্রীতি ভোজের আসর। যেন কোনও সমাজ সচেতনতার সভাস্থল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেদিনীপুর ছাত্র সমাজ এমনিতেই এখন সমাজ সচেতনতার অন্য নাম। জেলা আর জেলার গণ্ডি ছাড়িয়ে দিগন্ত বিস্তৃত তাঁদের কর্মকাণ্ড। তার সভাপতি কৃষ্ণ গোপাল চক্রবর্তীর বিবাহ অনুষ্ঠানেও অভিনবত্ব থাকবে বলা বাহুল্য। কিন্তু সেই বাহুল্যকে ছাপিয়েও সোমবার উজ্জ্বল হয়ে থাকল প্রীতিভোজের আসরটি। অগনিত আমন্ত্রিতকে স্বাক্ষী রেখে একটি শিশু বৃক্ষ রোপণ করে তাঁকে সন্তান স্নেহে প্রতিপালিত করার দায়িত্ব নিলেন কৃষ্ণ আর তিথি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধু তাই নয় আমন্ত্রিতদের হাতে তাঁরা তুলে দিয়েছেন একটি করে চারাগাছ। আবেদন করেছেন সেই গাছও যেন সযতনে প্রতিপালিত হয় তাঁদের বিবাহের স্মারক হিসাবে।
প্রীতিভোজের মণ্ডপটিও সাজানো হয়েছিল সচেতনতার বৈচিত্রময় বার্তা দিয়ে । ছোট ছোট পোস্টারে কোথাও বলা হয়েছে রক্তদান তো জল অপচয় বন্ধ, আবার প্লাস্টিক কি মারাত্বক ও বর্জন এর আহ্বায়ন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন নজির স্থাপন করেছেন অতিথি অভ্যাগতরাও। মণ্ডপের একপাশেই ছিল রক্তদানের আয়োজন। উদ্যোক্তা মেদিনীপুর ছাত্র সমাজ ও যৌথভাবে মেদিনীপুর ভলেন্টিয়ার্সের ব্লাড ডোনার এসোসিয়েশন ও এগরা ব্লাড ব্যাঙ্ক। একাধিক মহিলা সহ ২৭ জন রক্তদান করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আনন্দ অনুষঙ্গের আধুনিক সংযোজন নাচাগানার বদলে ছিল আলোচনা চক্র যেখানে থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করেন রক্তদান করে সেঞ্চুরি করা অসীম ধর । উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। প্রত্যেক রক্তদাতাকে ফলের চারাগাছ বিতরন করা হয় ও প্রত্যেক অতিথি চক্রবর্তী পরিবারের বাগানে ফলের চারা রোপন করেন।