Homeএখন খবরকরোনার জেরে অন লাইনে ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত আইআইটি খড়গপুরের

করোনার জেরে অন লাইনে ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত আইআইটি খড়গপুরের

নিজস্ব সংবাদদাতা: করোনা সতর্কতায় পড়ুয়াদের সরাসরি ক্লাশ নেওয়া বন্ধ করে দিল আইআইটি কর্তৃপক্ষ। অধ্যাপকদের জানিয়ে দেওয়া হল যে কেবলমাত্র অনলাইন পদ্ধতিতেই নির্দিষ্ট ক্লাশগুলি নিতে হবে। আর পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া অবধি সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাশ বাতিল করে দেওয়া হল। শুক্রবার সন্ধ্যাবেলা একটি গুরুত্বপুর্ন সভার পরই আইআইটি কর্তৃপক্ষ এই নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে যে শুধুই আইআইটি নয়, ক্যাম্পাসের অভ্যন্তরে কর্মীদের ছেলে মেয়েদের শিক্ষালাভের জন্য যে পাঁচটি বিদ্যালয় রয়েছে তাদেরও
পঠন পাঠন বন্ধ রাখতে হবে।

 

আগামী ৩১ শে মার্চ অবধি করোনা বা কোভিড-১৯ ভাইরাস সংক্রমন হুমকি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ তার পড়ুয়াদের পরামর্শ দিয়েছে যে, ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা পড়ুয়া ও কর্মচারীরা পারতপক্ষে ক্যাম্পাসের বাইরে যাবেননা। যদি ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের যেতেই হয় সেক্ষেত্রে তাঁরা কেবলমাত্র নিজেদের বাড়িতেই যেতে পারবেন। উল্লেখ্য আইআইটি ক্যাম্পাসের মধ্যে এই ডজন খানেকেরও বেশি হোস্টেলে ১৩হাজার ছাত্রছাত্রী থাকেন। অন্যদিকে অধ্যাপক ও কর্মী মিলিয়ে ১০হাজার জন তাঁদের জন্য নির্ধারিত আবাসনে থাকেন। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, আইআইটির নিজস্ব নিরাপত্তা কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রন করবেন।

 

শ্রেনীকক্ষের পঠন পাঠন অনলাইনে চালানো হলেও প্র্যাকটিক্যাল অর্থাৎ ল্যাব্রটারী গুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।পরবর্তী বিজ্ঞপ্তি না প্রকাশ হওয়া অবধি এই সিদ্ধান্ত কার্যকরী থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে আইআইটি ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত হিজলী হাই স্কুল ছাড়াও আরও তিনটি বেসরকারি স্কুল রয়েছে। প্রায় ৫হাজার পড়ুয়া সমন্বিত ওই বিদ্যালয়গুলির পঠন পাঠন স্থগিত রাখতে বলেছে আইআইটি কর্তৃপক্ষ। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।
আইআইটি তার কর্মচারী ও পড়ুয়া শিক্ষকদের বার্তা দিয়েছে সন্দেহভাজন যে কোনও ব্যক্তির সাথে শারীরিক সংযোগ এড়িয়ে চলতে এবং নূন্যতম ১মিটার দুরত্ব বজায় রাখতে। পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরে জনসমাবেশও এই সময়ের মধ্যে স্থগিত থাকবে। সমস্ত সেমিনার, সম্মেলন এবং কর্মশালা পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

 

আইআইটি কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করতে আইআইটির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি কাজ করবে এবং কি করা উচিৎ বা উচিৎ নয় সেই সম্পর্কে বিভিন্ন পরামর্শ সম্বলিত পোষ্টার , ব্যানার ইত্যাদি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।

RELATED ARTICLES

Most Popular